রবিবার সকালে ঘটনাটি ঘটেছে হরচকওয়াপুর গ্রামে। জানা যাচ্ছে, এদিন সকালে স্থানীয় একটি জমি নিয়ে বিবাদ শুরু হয় আপনা দলের নেতা ইন্দ্রজিত ওরফে মনু প্যাটেলের সঙ্গে প্রতিবেশী সর্বেশ প্যাটেলের। এরপর বিবাদ যখন চরমে পৌঁছয় তখন নিজের বন্দুক দিয়ে গুলি করে সর্বেশ। আর ঘটনাস্থলেই লুটিয়ে পড়ে মনু। এরপর স্থানীয় বাসিন্দারা পুলিশে খবর দিলে তাঁরা এসে দেহ উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করে।
পুলিশ জানিয়েছে, "আমরা সকালে খবর পেয়ে ঘটনাস্থলে এসে দেখি রক্তাক্ত অবস্থায় মনুর দেহ পড়ে রয়েছে। প্রাথমিক তদন্তে জানা যায় গুলিটি মনুর প্রতিবেশী সর্বেশ চালিয়েছে। তারপর তাঁকে বাড়ি থেকে গ্রেফতার করা হয়। দেহটি আমরা ময়নাতদন্তের জন্য পাঠিয়েছি। তবে ঠিক কী কারণে মনুকে খুন করা হল তা এখনও পরিস্কার নয়। অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করলে পুরো বিষয়টি জানা যাবে"।
Prayagraj: "We received information this morning that Indirjeet, also known as Monu Patel, was shot and killed by his neighbour Sarvesh Patel. The accused has been arrested, and illegal guns were recovered from him. The body of the deceased has been sent for postmortem," says DCP… pic.twitter.com/AQseXZ7TUG
— IANS (@ians_india) July 7, 2024
Prayagraj: "We received information this morning that Indirjeet, also known as Monu Patel, was shot and killed by his neighbour Sarvesh Patel. The accused has been arrested, and illegal guns were recovered from him. The body of the deceased has been sent for postmortem," says DCP… pic.twitter.com/AQseXZ7TUG
— IANS (@ians_india) July 7, 2024
প্রয়াগরাজের মতো চেন্নাইতে গত শুক্রবার রাতে এক রাজনৈতিক নেতা প্রকাশ্য রাস্তায় খুন করা হয়। তামিলনাড়ুর বিএসপির রাজ্য সভাপতি কে আর্মস্ট্রংকে কয়েকজন দুষ্কৃতি এসে কুপিয়ে খুন করা হয়। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। সেই ঘটনার তদন্তে ইতিমধ্যেই ৮জনকে গ্রেফতার করেছে চেন্নাই পুলিশ। গোটা ঘটনা নিয়ে এই মুহূর্তে উত্তাল চেন্নাই।