বিহারের (Bihar) শাহপুরে পুলিশ ও আবগারি আধিকারিকদের সঙ্গে সংঘর্ষ বাধে এলাকাবাসীর। রবিবার ওয়ার্ড নম্বর ৩-এ বেআইনি মদ পাচারকারীদের ধরতে অভিযান চালায় আবগারি দফতরের আধিকারিকরা। অভিযোগ, এলাকায় ঢুকতেই তাঁদের ওপর ইটবৃষ্টি শুরু করে পাচারকারীরা। সেই সঙ্গে কয়েকজন স্থানীয় বাসিন্দাও তাঁদের মদত দেয়। এই ঘটনায় তুমুল উত্তেজনা সৃষ্টি হয় এলাকায়। কর্তৃব্যরত পুলিশ স্থানীয় থানায় ফোন করে বাহিনী পাঠাতে বলে। কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে পুলিশ বাহিনী চলে আসে। দুপক্ষের তুমুল সংঘর্ষের মধ্যে গুলি চালায় পুলিশ। আর তাতেই সুশীল যাদব নামে এক ব্যক্তির মৃত্যু হয়।

আক্রান্ত হয়েছেন আধিকারিকরাও

দুপক্ষের সংঘর্ষে আহত হন অনেকে, যাঁদের মধ্যে আবগারি দফতের আধিকারিকরাও রয়েছেন। তাঁদের উদ্ধার করে পাঠানো হয়েছে হাসপাতালে। প্রাথমিক তদন্তে জানা যাচ্ছে, মৃত ব্যক্তি পাচারকারীদের সদস্য। যদিও এই ঘটনার পর প্রতিবাদে সরব গ্রামবাসীরা। তাঁরা টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ করে প্রতিবাদ দেখাচ্ছেন। ঘটনাস্থলে ইতিমধ্যেই এসেছে পুলিশের উচ্চপদস্থ কর্তারা। মোতায়ের রয়েছে বিরাট পুলিশ বাহিনী। ঘটনার পর থমথমে এলাকা।

পুলিশের তরফে জানানো হয়েছে, এলাকার পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে। মৃতদেহ পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য। যাঁরা পাচারকারীদের বাঁচানোর চেষ্টা করছিল এবং পুলিশ ও আবগারি দফতরের আধিকারিকদের ওপর যাঁরা হামলা চালিয়েছে, তাঁদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি অভিযান। সেই সঙ্গে পুলিশ কেন গুলি চালাল, সেই বিষয়েও খতিয়ে দেখা হচ্ছে।