ছবি ট্যুইটার

চেন্নাই, ৪ জুন: মানুষের পর করোনা ভাইরাসে (Coronavirus) আক্রান্ত সিংহ। তামিলনাড়ুর ভানডালুরের আরিনগর আন্না জুলজিক্যাল পার্কের একটি সিংহ কোভিডে আক্রান্ত হয় বলে খবর পাওয়া যায়। তবে আন্না জুলজিক্যাল পার্কের ওই সিংহটি (Lion) কোভিডে (COVID 19)  আক্রান্ত হতে পারে বলেও অন্য একটি সূত্র মারফৎ মিলেছে খবর। ফলে ভোপালে ওই সিংহের করোনা পরীক্ষার রিপোর্ট পাঠানো হয়েছে বলে খবর।

সম্প্রতি আরিনগর আন্না জুলজিক্যাল পার্কের একটি সিংহ অসুস্থ হয়ে পড়ে। তার বেশ কিছু শারীরিক সমস্যা চোখে পড়ে। ওই সিংহটি করোনায় আক্রান্ত হতে পারে বলে অনুমান করেন পশু চিকিৎসকরা। অসুস্থ হওয়ার কয়েক দিনের মধ্যেই ওই সিংহটির মৃত্যু হয়। জানা যায় সিংহটি করোনায় আক্রান্ত হয়। তবে রিপোর্ট সন্তুষ্ট নন চিকিৎসকরা। ফলে কী কারণে চিড়িয়াখানার ওই সিংহের মৃত্যু হয়, সে বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে বলে খবর।

আরও পড়ুন: Yami Gautam: বিয়ে করলেন ইয়ামি গৌতম, প্রকাশ্যে ছবি

ওই চিড়িয়াখানার এক আধিকারিক জানান, বার্ধক্যজনিত কারণে সিংহটির মৃত্যু হয়েছে। তবে স্যাম্পেল রিপোর্ট পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।