পটনা, ৪ জুলাই: গত ২৪ ঘন্টায় বিহারের (Bihar) আটটি জেলায় বাজ (Lightning) পড়ে মৃত্যু হয়েছে ২১ জনের। আজ সরকারি তরফে একথা জানানো হয়েছে। বিহার বিপর্যয় মোকিবিলা দপ্তর সূত্রে জানা গেছে, লক্ষ্মীসরাই, গয়া, বাঁকা, জামুই, সমস্তিপুর, বৈশালী, নালন্দা এবং ভোজপুর জেলা থেকে গত ২৪ ঘন্টায় প্রাণহানির খবর পাওয়া গেছে।
শুক্রবার বাজ পড়ে ৮ জনের মৃত্যু হয়। মৃতদের পরিবারকে মুখ্যমন্ত্রী নীতীশ কুমার ৪ লাখ টাকা করে আর্থিক সাহায্য দেওয়ার কথা ঘোষণা করেছেন। মৃতদের মধ্যে সমস্তিপুরের ৩ জন, লক্ষ্মীসরাইয়ের ২ জন, গয়া, বাঁকা ও জামুইতে ১ জন করে মৃত্যু হয়েছে। আরও পড়ুন: Delhi: মদ খেয়ে নিত্য দেরি করে বাড়ি, বকাবকি করায় মাকে গুলি করে খুন যুবকের
গত সপ্তাহে, বিহারে বাজ পড়ে ৯০ জনের মৃত্যু হয়। এর আগে ৩০ জুন, মঙ্গলবার বিহারে পাঁচ জেলায় বজ্রপাতে ১১ জন মারা গিয়েছেন। ২৫ জুন ২৩ জেলায় মৃত্যু হয়েছে ৯৭ জনের। প্রতি ক্ষেত্রেই মৃতদের নিকট স্বজনদের হাতে ক্ষতিপূরণের ৪ লক্ষ টাকা করে তুলে দেওয়ার জন্য সংশ্লিষ্ট জেলাপ্রশাসন আধিকারিকদের নির্দেশ দিয়েছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার।