বেঙ্গালুরু, ১০ মার্চ: বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের ঘটনায় ধর্ষণের অভিযোগের সংখ্যা দেশে ক্রমশ বাড়ছে। এবার এই ধরনের মামলা নিয়ে বড় কথা জানাল কর্ণাটকের হাইকোর্ট। আদালত জানাল, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস কোনক্ষেত্রে ধর্ষণ তা নির্ধারণে বড় ভূমিকা নেবে দু জনের মধ্যে সম্পর্ক ঠিক কতদিন ধরে চলেছিল।
পাঁচ বছর ধরে এক ব্যক্তির সঙ্গে সম্পর্ক থাকার পর এক মহিলা কর্ণাটক হাইকোর্টে ধর্ষণের মামলা করে। মহিলার অভিযোগ তাঁকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস করে আসলে ধর্ষণ করেছে ওই ব্যক্তি। কিন্তু বিচারপতি এম নাগাপ্রসন্ন সেই মহিলার আনা ধর্ষণের অভিযোগ খারিজ করে ওই ব্যক্তির বিরুদ্ধে দায়ের হওয়া ভারতীয় দণ্ডবিধির ৩৭৬, ৩৭৬ (২) (এন), ৩৫৪, ৪০৬ এবং ৫০৪ ধারা খারিজ করে দেন। আরও পড়ুন-H3N2-এর থাবায় কর্ণাটক, হরিয়ানায় প্রথম মৃত্যু, আতঙ্ক বাড়ছে
দেখুন টুইট
Length Of Relationship Considerable Factor In Rape Case Over False Promise To Marry: Karnataka High Court @plumbermushi #KarnatakaHighCourt #Rape https://t.co/YdKtDwsx8X
— Live Law (@LiveLawIndia) March 10, 2023
বিশেষ বেঞ্চ এই মামলায় রায় দিয়ে গিয়ে জানান, " বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস একবার, দু বার বা আরও বেশ কয়েকবার হতে পারে। কিন্তু এভাবে বছরের পর বছর, পাঁচ বথর ধরে মহিলার ইচ্ছার বিরুদ্ধে গিয়ে সহবাস করে ধর্ষণ করা হয়েছে তা বলা যাবে না।"