দিল্লি, ৮ ফেব্রুয়ারি: লোকসভার পর আজ রাজ্যসভা থেকে কংগ্রেসকে (Congress) বেনজির আক্রমণ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi) । রাজ্যসভায় আজ কংগ্রেসকে আক্রমণ করতে গিয়ে প্রয়াত লতা মঙ্গেশকরের প্রসঙ্গে টেনে আনেন প্রধানমন্ত্রী। নরেন্দ্র মোদী বলেন, কংগ্রেসের জমানায় লতা মঙ্গেশকরের ছোট ভাই হৃদয়নাথ মঙ্গেশকরকে ৮ দিনের মধ্যে প্রসারভারতী থেকে বরখাস্ত করা হয়।
লতাজির (Lata Mangeshkar) ভাই হৃদয়নাথ মঙ্গেশকর ওই সময় বীর সাভারকরের একটি কবিতার কিছুটা অংশ আবৃৃত্তি করেছিলেন। সেই কারণে হৃদয়নাথ মঙ্গেশকরকে ৮ দিনের মধ্যে আর প্রসারভারতীতে কাজ করতে দেওয়া হয়নি বলে অভিযোগ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গোয়ার সুপুত্র হৃদয়নাথ মঙ্গেশকর। তিনি যখন বীর সাভারকরের কবিতা আবৃত্তি করেন, সেই সময় গোয়ায় কংগ্রেসি আমল ছিল। বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
বীর সাভারকরের দেশাত্মবোধক একটি কবিতা আবৃত্তি করায়, লতাজির ভাইকে ওই 'শাস্তি' দেওয়া হয় বলে কংগ্রেসের বিরুদ্ধে তোপ দাগেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এটাই কংগ্রেসের রাজনীতির অংশ বলে কটাক্ষ করেন নরেন্দ্র মোদী।