Lata Mangeshkar Last Rites: পূর্ণ রাষ্ট্রীয় সম্মানে লতা মঙ্গেশকরকে চিরবিদায় ভারতের

মুম্বই, ৬ ফেব্রুয়ারি: রবিবার সকাল ৮টা ১২ মিনিটে মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন সংগীত শিল্পী লতা মঙ্গেশকর (Lata Mangeshkar)। বয়স হয়েছিল ৯২ বছর। তাঁর প্রয়াণে শোকপ্রকাশ করেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী-সহ অসংখ্য বিশিষ্ট মানুষ। বিকেল ৪টে নাগাদ নিয়ে যাওয়া হবে শিবাজি পার্কে (Shivaji Park)। সন্ধে সাড়ে ৬টায় শেষকৃত্য। লতা মঙ্গেশকরের মৃত্যুতে ২ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। আগামীকাল রাজ্যেও অর্ধদিবস ছুটি ঘোষণা।

লাইভ আপডেট:

  •  পূর্ণ রাষ্ট্রীয় সম্মানে লতা মঙ্গেশকরকে চিরবিদায় ভারতের, দেওয়া হল গান স্যালুট।

  • ক্রিকেটার সচিন তেন্ডুলকর এবং অভিনেতা শাহরুখ খান লতা মঙ্গেশকরকে শেষ শ্রদ্ধা জানালেন।

  • মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে এবং রাজ্যের মন্ত্রী আদিত্য ঠাকরে মুম্বাইয়ের শিবাজি পার্কে লতা মঙ্গেশকরকে শেষ শ্রদ্ধা জানালেন।
  • লতা মঙ্গেশকরকে শেষ শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

  • ভারতরত্ন লতা মঙ্গেশকরের শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দিতে মুম্বই পৌঁছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

  • শিবাজি পার্কে উপস্থিত রয়েছেন লতা মঙ্গেশকরের পরিবারের সদস্যরা। আসতে শুরু করেছেন বিশিষ্টরা।
  • শিবাজি পার্কে প্রচুর ভিড়।
  • শিবাজি পার্কে নিয়ে যাওয়া হল লতা মঙ্গেশকরের মরদেহ।

  • কিংবদন্তি গায়িকা লতা মঙ্গেশকরের মৃত্যুতে দুই দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করল কর্নাটক সরকার। সমস্ত বিনোদনমূলক অনুষ্ঠান বন্ধ থাকবে এবং জাতীয় পতাকা অর্ধনমিত করা হবে।
  • শেষযাত্রায় লতা মঙ্গেশকর। প্রয়াত শিল্পীর দেহ ঢাকা হল তেরঙ্গা পতাকায়। হাতজোড় করে প্রণাম করে বিদায় বোন আশা ভোঁসলের।

  • লতা মঙ্গেশকরের মৃত্য়ুতে সোমবার ছুটি ঘোষণা করল মহারাষ্ট্র সরকার।
  • লতা মঙ্গেশকরের পেদ্দার রোডের বাসভবন 'প্রভুকুঞ্জ'-এ এলেন গীতিকার জাভেদ আখতার এবং অভিনেতা অনুপম খের।

  • পেদ্দার রোডের বাসভবন প্রভুকুঞ্জে আনা হল লতা মঙ্গেশকরের মরদেহ

  • মুম্বইয়ের শিবাজি পার্কে লতা মঙ্গেশকরের শেষকৃত্যের প্রস্তুতি চলছে।