বেঙ্গালুরু, ১৪ মে: কর্ণাটক বিধানসভায় (Karnataka Assembly Elections 2023) ১৩৬টি আসনে জিতে সরকার গড়তে চলা কংগ্রেসের (Congress) কাছে ফের সুখবর। হারপানহাল্লি কেন্দ্রে জয়ী নির্দল বিধায়ক লতা মল্লিকার্জুন (Lata Mallikarjun) কংগ্রেসকে সমর্থন করার কথা ঘোষণা করলেন। মধ্য কর্ণাটকের বিজয়নগর জেলার হারপানহাল্লি বিধানসভা আসনে বিজেপি-র জি করুনাকারা রেড্ডিকে ১৩ হাজার ৮৪৫ ভোটের ব্যবধানে হারান নির্দল প্রার্থী লতা মল্লিকার্জুন।
কংগ্রেস তাঁকে প্রার্থী না করায়, রাজ্যের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী এমপি প্রকাশের মেয়ে লতা মল্লিকার্জুন নির্দলে দাঁড়িয়ে জিতে দেখান। তবে ভোটে জিতে তিনি তাঁর পুরনো দলের দিকেই ঝুঁকলেন। তিনি জানালেন, তাঁর সব ভালবাসা, আদর্শ হল কংগ্রেস। অভিমান থেকেই তিনি নির্দল হয়ে দাঁড়িয়েছিলেন। আরও পড়ুন-সিবিআইয়ের দায়িত্বে কর্ণাটকের ডিজিপি প্রবীণ সুদ
দেখুন টুইট
"Smt. Lata Mallikarjun, Independent MLA from Harpanhalli Assembly is daughter of veteran Congress Leader and Ex Deputy CM, Late MP Prakash. She has extended unconditional support to the Congress Party in Karnataka considering her ideological roots and commitment to Congress… pic.twitter.com/v2HwX3Hvg2
— ANI (@ANI) May 14, 2023
প্রসঙ্গত, কর্ণাটকে চারটি আসনে জেতেন নির্দল প্রার্থীরা। কংগ্রেস, বিজেপি, জেডি (এস) তিন দলের অনেকেই প্রার্তী হতে না পেরে নির্দল হয়ে লড়েন। কিন্তু তাদের বেশিরভাগই ভোটে কোনও ছাপই রাখতে পারেননি।