নয়াদিল্লি, ১৮ মে: দেশে করোনা আক্রান্ত রোগীর সুস্থ হয়ে ওঠার হার আশাজনক। সোমবার স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, দেশে করোনা আক্রান্ত রোগীর সুস্থ হয়ে ওঠার হার ৩৮.২৯ শতাংশ। গত ২৪ ঘণ্টায় করোনা (Coronavirus) সুস্থ হয়ে উঠেছেন ২,৭১৫ জন। স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট অনুসারে দেশে প্রতি লাখে করোনা আক্রান্তের সংখ্যা ৭.১ জনের। ১৮ মে পর্যন্ত দেশজুড়ে ২৩,০২,৭৯২ জনের করোনা পরীক্ষা করেছে আইসিএমআর (ICMR)। আরও পড়ুন: Lockdown 4.0: রাস্তায় চলবে এবার অটো-রিকশা, স্যাঁলো-বিউটি পার্লার খোলার অনুমতি মমতা ব্যানার্জির
দেশজুড়ে করোনা আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৯৬ হাজার। মৃত্যু হয়েছে ৩,০২৯ জনের। সুস্থ হয়ে উঠেছেন ৩৬,৮২৪ জন। গত ১৫ মে কেন্দ্রীয় মন্ত্রী হর্ষ বর্ধন বলেছিলেন, করোনাভাইরাসে রোগীর সুস্থ হয়ে ওঠার হার ৩৪.০৬ শতাংশ। সেখানে মাত্র ৩ দিনের মধ্যেই সুস্থ হয়ে ওঠার হার আরও ৪ ধাপ বাড়ল।
In the last 24 hours, a total of 2,715 #COVID19 patients are reported cured. We have presently a recovery rate of 38.29%. In terms of confirmed cases per lakh population, India has so far about 7.1 cases per lakh population: Govt of India pic.twitter.com/5fv7pkzYh3
— ANI (@ANI) May 18, 2020
সোমবার করোনা আক্রান্তের সংখ্যা মাত্র ২৪ ঘণ্টায় ৫ হাজার ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় ৫,২৪২ জন করোনা আক্রান্ত। মৃত্যু হয়েছে ১৫৭ জনের।