আয়েশা সুলতানা

তিরুবন্তপুরম, ২৫ জুন: লাক্ষাদ্বীপের (Lakshadweep) অভিনেত্রী ও চিত্র নির্মাতা আইশা সুলতানাকে (Aisha Sultana) অন্তর্বর্তী জামিন (Anticipatory Bail) দিল কেরালা হাইকোর্ট (Kerala High Court)। সম্প্রতি মালয়ালম একটি টিভি চ্যানেলে লাক্ষাদ্বীপের করোনা সংক্রান্ত ভুল তথ্য দেওয়ার অভিযোগ আনেন এক বিজেপি নেতা। এরপর আইশার বিরুদ্ধে মামলা করেন ওই নেতা। এরপর সেই মামলাতেই দিন দশেক আগে কেরালা হাইকোর্টে অন্তর্বর্তীকালীন জামিনের আবেদন করেছিলেন আয়েশা। যা আজ মঞ্জুর করে আদালত।

বাড়তে থাকা করোনা সংক্রমণের জেরে আইশা লাক্ষাদ্বীপের প্রশাসক প্রফুল্ল খোদা প্যাটেলকে 'বায়ো-উইপন' বলে কটাক্ষ করেন। উল্লেখ্য, আয়শা টিভি চ্যানেলে বলেছিলেন,"লাক্ষাদ্বীপে করোনা সংক্রমণের সংখ্যা শূন্য ছিল। এখন প্রতিদিন ১০০ জন করে আক্রান্ত হচ্ছেন। কেন্দ্র সরকার কি বায়ো উইপন নিযুক্ত করেছেন? আমার তো পরিষ্কার মনে হচ্ছে কেন্দ্র সরকার কোনও বায়ো উইপন নিযুক্ত করেছেন।" তাঁর এই মন্তব্যই বিতর্কের চেহারা নেয়। যার জেরে লাক্ষাদ্বীপের বিজেপি সভাপতি সি আবদুল খাদের হাজি আইশার বিরুদ্ধে দেশদ্রোহিতার অভিযোগ আনেন। তাঁর বলা সমস্ত তথ্যই ভুল বলে দাবি করেন আবদুল খাদের হাজি। আরও পড়ুন, খানিকটা স্বস্তি দেশের করোনা সংক্রমণে, মৃতের সংখ্যা ৪ লক্ষ ছুঁইছুঁই

আইশার আইনজীবী পি বিজয়ভানু আদালতে জানান, লাক্ষাদ্বীপে করোনা পরিস্থিতি মোকাবিলা প্রসঙ্গে টিভি চ্যানেলের অনুষ্ঠানে আলোচনার সময় উত্তেজিত হয়ে তিনি এই মন্তব্য করেন। পরবর্তী কালে নিজের ভুল স্বীকার করেছেন তিনি।