গুজরাটে লজ্জার ঘটনা। লোকাল ক্রাইম ব্র্যাঞ্চে কর্মরত এক মহিলা পুলিশ কনস্টেবলকে মদ পাচার চক্রের সঙ্গে একবারে হাতেনাতে গ্রেফতার করা হল। নীতা চৌধুরী (Neeta Chaudhary ) নামের সেই মহিলা পুলিশ কর্মী ও মাদক পাচার চক্রের পান্ডা যুবরাজ সিং জাদেজা-কে বিশেষ সূত্রে খবর পেয়ে কচ্ছের এক জায়গায় যায় গুজরাট পুলিশের বিশেষ দল। গাড়িতে চেপে তারা ভাছাউ-য়ে মদ ডেলিভারি করতে যাচ্ছিল। সব কিছু পরিকল্পনা মতই চলছিল, কিন্তু চেক পোস্টে তাদের দেখে সন্দেহ হয় পুলিশের ইনফর্মারদের।
পরে চারদিক থেকে ঘিরে ধরা হয় তাদের। পালানোর আর উপায় নেই বুঝে, সেই মহিলা পুলিশ কর্মী ও মাদক পাচারকারী পুলিশ কর্মীদের গাড়িতে পিষে মেরে পালাতে চেয়েছিল বলেও খবর। তবে শেষ পর্যন্ত তাদের গাড়িতে গুলি চালিয়ে নীতাকে ধরে ফেলে পুলিশ।
তাদের গাড়ি থেকে ১৬টি মদের বোতল, দুটি বিয়ার ক্যান উদ্ধার করেছে পুলিশ। প্রসঙ্গত, গুজরাটে মদের বিক্রি পুরোপুরি নিষিদ্ধ। অভিযোগ এরপরেও রাজ্যে মদ পাচার চক্রের সঙ্গে জড়িত আছেন সিআইডি কর্মী নীতা চৌধুরী। ভারতীয় দণ্ডবিধির বেশ কয়েকটি ধারায় তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। প্রাথমিক তদন্তে পরিষ্কার, নীতা তার পুলিশের পরিচয়কে অপরাধ জগতে পুরোপুরি ব্যবহার করেন।
দেখুন ছবিতে
Gujarat: Lady Constable, Bootlegger Try To Run Over Cops in Kutch; Nabbed #Bootlegger #kutch #gujarathttps://t.co/C8Cs4wKZMK
— Vibes of India (@vibesofindia_) July 1, 2024
এর আগেও কয়েকটি বিতর্কে জড়িয়েছিলেন এই মহিলা পুলিশ কর্মী। পুলিশের উর্দি পরে আপত্তিকর ভিডিয়ো করার অভিযোগে পুলিশ কর্মীকে নীতাকে সাসপেন্ড করা হয়েছিল। তখন ক্ষমা চেয়ে ফের ডিউটিতে ফিরেছিলেন। এবার একেবারে সরাসরি মদ পাচারে নাম জড়াল তাঁর। মহিলা পুলিশ কর্মীর সঙ্গে যুবরাজ সিং জাদেজা নামের অবৈধ পণ্য বিক্রি করা সমাজবিরোধী খুনের চেষ্টার অভিযোগ সহ ১৬টি বড় ধরনের অপরাধের চার্জ রয়েছে।