নতুন দিল্লি, ২৬ জানুয়ারি: ইন্ডিয়াগেটে সাধারণতন্ত্র দিবসের (Republic Day 2021) অনুষ্ঠানে দেশের বীর শহিদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রাজধানীর জাতীয় শহিদবেদীতে পুস্পস্তবক দিয়ে এদিন শহিদদের স্মৃতিতে শ্রদ্ধা জানান তিনি। এই দিনে নিজের বাসভবনেও জাতীয় পতাকা উত্তোলন করলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। সাধারণতন্ত্র দিবসে প্যারেডে বেরলো বিভিন্ন রাজ্যের সুসজ্জিত ট্যাবলো। প্যারেডের পুরোভাগে নেতৃত্ব দিল নতুন কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখ। মঙ্গলবার ৭২-তম সাধারণতন্ত্র দিবস উদযাপন করছে ভারত। দেশের সাংস্কৃতিক ঐতিহ্যকে মাথায় রেখে এইদিন রাজধানীর রাজপথে বেরোয় বিভিন্ন রাজ্যের ট্যাবলো। যদিও মহামারী করোনার মধ্যে এ বছর সাধারণতন্ত্র দিবসের প্যারেড আয়োজন করা হয়। এই ৭২-তম সাধারণতন্ত্র দিবসে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি,রেলমন্ত্রী পীযূষ গয়াল, অমিত শাহ-সহ অনেকেই। আরও পড়ুন-PM Modi Wishes Mexican President: করোনাকে হারিয়ে দ্রুত সুস্থ হয়ে উঠুন, মেক্সিকান প্রেসিডেন্টের আরোগ্য কামনায় নরেন্দ্র মোদি
The display of cultural tableaux begins at #RepublicDay parade, with Ladakh leading. It's the first-ever tableau of the UT.
It shows Ladakh's culture & communal harmony besides art & architecture, languages & dialects, customs & costumes, fairs & festivals, literature, music. pic.twitter.com/jdBN8KFlE4
— ANI (@ANI) January 26, 2021
#RepublicDay: Prime Minister Narendra Modi leads the nation in paying tribute to the fallen soldiers by laying a wreath at the National War Memorial at the India Gate pic.twitter.com/mDX47YYVfr
— ANI (@ANI) January 26, 2021
সশস্ত্র সেনাবাহিনীর ট্যাবলো ছাড়াও এদিনের প্যারেডে ছিল বিভিন্ন রাজ্য থেকে আসা ১৭টি ট্যাবলো। আধা সামরিক বাহিনী এবং বিভিন্ন মন্ত্রকের তরফে ৯টি ট্যাবলো এদিনের প্যারেডে অংশ নেয়। একই সঙ্গে প্রতিরক্ষা মন্ত্রকের ৬টি ট্যাবলো এদিনে প্যারেডে ছিল।