এবার যৌন হেনস্থার শিকার হলেন মহিলা খেলোয়াড়। গত মঙ্গলবার উত্তরপ্রদেশের গাজিয়াবাদের (Ghaziabad) মোদীনগর এলাকায় হেনস্থা হতে হল এক শ্যুটারকে। ঘটনার পর নির্যাতিতার বাবা স্থানীয় মোদীনগর থানায় অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে এক যুবককে গ্রেফতার করে পুলিশ। ধৃত অভিযুক্ত পেশায় একজন বেসরকারি হাসপাতালের ল্যাব টেকনিশিয়ান। তাঁকে বুধবার আদালতে পেশ করা হলে পুলিশি হেফাজতের নির্দেশ দেন বিচারপতি। গোটা ঘটনার তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ।
রাতেই থানায় অভিযোগ দায়ের করে নির্যাতিতার বাবা
জানা যাচ্ছে, মোদীনগর এলাকায় শ্যুটিং অ্যাকাডেমি প্র্যাকটিস করতে যেতেন ওই তরুণী। গত মঙ্গলবারও সেখান থেকে প্র্যাকটিস সেরে বাড়ি ফিরছিলেন তিনি। সেই সময় বাইকে করে এসে অঙ্কুর নামে এক যুবক তাঁকে উত্তক্ত করতে শুরু করে। এমনকী তাঁকে শরীরে হাত দিয়ে হেনস্থাও করে অভিযুক্ত। কোনওমতে সেখান থেকে বাড়ি যান নির্যাতিতা। তারপর বাবাকে সব জানান। ঘটনার দিন রাতেই থানায় গিয়ে অভিযোগ দায়ের করে পুলিশ।
গ্রেফতার অভিযুক্ত
অভিযোগ পাওয়ার পর এলাকার সিসিটিভি ফুটেজ দেখে অভিযুক্তকে সনাক্ত করে পুলিশ। প্রাথমিক তদন্তে জানা যায় অভিযুক্ত শামলি জেলার বাসিন্দা। মোদীনগরে স্পর্শ নামে একটি বেসরকারি হাসপাতালে ল্যাব টেকনিশান হিসেবে কাজ করত সে। বুধবার সকালেই তাঁকে গ্রেফতার করে পুলিশ