নয়াদিল্লিঃ কুয়েতে (Kuwait ) বহুতলে অগ্নিকাণ্ডের (Fire) হেরে মৃত্যু হয়েছে ৪০ জন ভারতীয়র। যার মধ্যে ১১ জন কেরলের (Kerala) বাসিন্দা। এখনও দেহ সনাক্ত করা যায়নি। দেহ সনাক্ত করতে DNA পরীক্ষা করা হবে বলে জানা গিয়েছে। এই ঘটনায় শোকের ছায়া কেরলে। এ বার নিহতদের পরিবারকে ৫ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দিতে চলেছে কেরল সরকার (Kerala Government), এমনটাই সংবাদসংস্থা পিটিআই সূত্রে খবর। জানা যাচ্ছে, কুয়েতের উদ্দেশে রওনা দিতে চলেছেন কেরলের স্বাস্থ্যমন্ত্রী ভীনা জর্জ (Veena George)। সেখানে গিয়ে পুরো পরিস্থিতি খতিয়ে দেখবেন তিনি। রাজ্যের মানুষ যাতে সেখানে সঠিক চিকিৎসা পান,তার ব্যবস্থা করবেন তিনি। এ ছাড়া নিহতদের দেহ সঠিক সময়ে দেশে পাঠানোর আশ্বাস দিয়েছেন তিনি। প্রসঙ্গত, কুয়েতের এই ঘটনায় শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গতকাল, এই বিষয়ে নিজ বাসভবনে জরুরী বৈঠক ডাকেন। এরপর এই ঘটনায় মৃত ভারতীয়দের পরবারের হাতে ২ লক্ষ টাকা তুলে দেওয়ার কথা ঘোষণা করেন তিনি। কুয়েতের এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় শোকপ্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানা যাচ্ছে, বিদেশমন্ত্রী কুয়েতের বিদেশমন্ত্রী আবদুল্লাহ আলি আল-ইয়াহার সঙ্গে কথা বলেছেন এস জয়শংকর।
এই খবরটিও পড়ুনঃ কুয়েতে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু ৪০ জন ভারতীয়র, মৃতদের পরিবার পিছু ২ লক্ষ টাকা আর্থিক সাহায্য ঘোষণা মোদীর
Kerala government to provide Rs 5 lakh financial assistance to families of Keralites who died in #Kuwait fire incident.
Kerala Health Minister Veena George to leave for Kuwait to coordinate treatment of injured and return of bodies of deceased: Govt.
As per information, 19… pic.twitter.com/EG9O5T3PpJ
— Press Trust of India (@PTI_News) June 13, 2024