কুলদীপ সিং সেঙ্গার(Photo Credit: PTI)

নতুন দিল্লি, ১৩ মার্চ: উন্নাও ধর্ষণকাণ্ডে (Unnao Rape) নির্যাতিতা যুবতির বাবাকে খুনের অপরাধে বহিষ্কৃত বিজেপি বিধায়ক কুলদীপ সিং সেঙ্গারের (Kuldeep Singh Sengar) ১০ বছরের কারাদণ্ড হল। আজ দিল্লির একটি আদালত এই সাজা শুনিয়েছে। কুলদীপ সিং সেঙ্গার ছাড়াও তার ভাই এবং অন্য পাঁচজন দোষীকেও তিস হাজারি আদালতের জেলা জজ ধর্মেশ শর্মা ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন। এ মাসের গোড়ার দিকে সেঙ্গারসহ সাতজনকে দোষী সাব্যস্ত করা হয়েছিল। তাদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির (IPC) বিভিন্ন ধারা যেমন ষড়যন্ত্র, হত্যা, প্রমাণ লোপাট, মিথ্যা তথ্য দেওয়া এবং অস্ত্র আইনে দোষী সাব্যস্ত করা হয়েছিল। প্রমাণের অভাবে চারজনকে বেকসুর খালাস দেওয়া হয়েছিল।

বৃহস্পতিবার শুনানি চলাকালীন এই অপরাধের তদন্তকারী সংস্থা সিবিআই সাতজন দোষীর সর্বোচ্চ শাস্তি চেয়েছিল। তাদের আইনজীবী আদালতে বলেন, "একজন নির্দোষ ব্যক্তিকে পিটিয়ে মেরে ফেলায় এদের সর্বোচ্চ শাস্তি দেওয়া উচিত। তারা একটি গুরুতর অপরাধ করেছে।" ২০১৭ সালে এক নাবালিকাকে অপহরণ করে ধর্ষণ করে সেই সময় বিজেপি বিধায়ক থাকা কুলদীপ সিং সেঙ্গার। আরও পড়ুন: Coronavirus Outbreak: করোনা জর্জরিত ইরান থেকে ১২০ জন ভারতীয়কে উড়িয়ে আনছে এয়ার ইন্ডিয়া

২০১৮ সালের জুলাই মাসে দায়ের করা চার্জশিট অনুসারে, নির্যাতিতার বাবা এবং তার এক সহকর্মী শশী প্রতাপ সিংয়ের কাছ থেকে লিফট চেয়েছিলেন। যদিও তিনি লিফট দিতে অস্বীকার করেন। এর জেরে বিবাদ হয়। এরপর শশী প্রতাপ সিং কুলদীপ সিং সেঙ্গারের ভাই অতুল এবং অন্যদের ডাকে। সবাই মিলে নির্যাতিতার বাবা ও তাঁর সহকর্মীকে মারধর করে। গুরুতর আহত হলেও উন্নাওয়ের নির্যাতিতার বাবাকে হাসপাতালের পরিবর্তে জেলে নিয়ে যাওয়া হয়। দু'দিন পরে তিনি পুলিশ হেপাজতে মারা যান।