কোটা, ১৯ অগাস্ট: সাত বছরের ছেলেকে ধর্ষণের (Rape) অপরাধে ২০ বছরের কারাদণ্ড হল এক যুবকের। রাজস্থানের কোটার (Kota) একটি পকসো আদালত এই রায় দিয়েছে। সাজাপ্রাপ্ত ২২ বছরের ওই যুবকের কারাদণ্ড ছাড়াও ৩৭ হাজার টাকা জরিমানা হয়েছে।
পকসো আদালতের সরকারি আইনজীবী ধীরেন্দ্র চৌধুরী বলেন, কুনহারী থানা এলাকার বডগাঁয়ের বাসিন্দা রবিন্দর সিং রাজপুত ২০১৯ সালে পাড়ারই একটি ছেলেকে যৌন নির্যাতন করে। সাত বছরের ছেলেটি বাড়ির বাইরে খেলছিল। রবিন্দর তাকে ভুলিয়ে একটি নির্জন জায়গায় নিয়ে যায়। এর পর তাকে ধর্ষণ করে। বাচ্চাটি পরে তার বাবাকে ঘটনাটি জানায়। সব শোনার পর রবিন্দরের বিরুদ্ধে কুনহারী থানায় অভিযোগ দায়ের করেন বাচ্চাটির বাবা। আরও পড়ুন: Afghanistan: আফগানিস্তান ছাড়তে বিমানের চাকা থেকে পড়ে মাথা ফেটে নির্মম পরিণতি, শিউরে উঠবেন
রবিন্দরের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৭৭ ধারা এবং পকসো আইনের অধীনে মামলা করা হয়েছিল। পকসো আদালতের বিচারক মহাম্মদ আরিফ ১৪ জন সাক্ষীর বক্তব্য শুনে রবিন্দরকে দোষী সাব্যস্ত করেন।