জম্মু ও কাশ্মীরের কিশতওয়ার জেলার ছাতরু এলাকায় শুক্রবারও অব্যাহত । জানা যাচ্ছে, নিরাপত্তা বাহিনীর ঘেরাটোপে আটকে পড়েছে চারজন জঙ্গি। তাদের সংখ্যা আরও বেশিও হতে পারে বলে মনে করা হচ্ছে। এর মধ্যে পহেলগাম হামলায় জড়িত জঙ্গিদেরও থাকার সম্ভাবনা রয়েছে।
বৃহস্পতিবার নিরাপত্তা বাহিনী সিংপোরায় তল্লাশি অভিযান শুরু করার পর এই সংঘর্ষ শুরু হয়। ছাতরুর জঙ্গলের মধ্যে তিন-চার জন জঙ্গি ঘাপটি মেরে রয়েছে বলে মনে করা হচ্ছে। সেনাবাহিনীর তরফে জানানো হয়েছে, তীব্র গুলিযুদ্ধ অব্যাহত রয়েছে। আমাদের একজন সাহসী যোদ্ধা গুলি বিনিময়ে গুরুতর আহত হন এবং সব রকম চিকিৎসা প্রচেষ্টা সত্ত্বেও তিনি মারা গিয়েছেন। ওই এলাকায় অতিরিক্ত সেনা মোতায়েন করা হয়েছে এবং সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে সংঘর্ষস্থলে প্রবেশের সমস্ত পথ সিল করে দেওয়া হয়েছে। নজরদারি চলছে আকাশপথেও। জঙ্গিদের দ্রুত নিষ্ক্রিয় করার চেষ্টা হচ্ছে বলে সেনাবাহিনীর তরফে জানানো হয়েছে।
#WATCH | Kishtwar, J&K | Encounter between Security Forces and terrorists in the Singhpora area of Chatroo continues for the second day. One jawan lost his life in the line of duty during the ongoing operation in the Singhpora area of Chatroo in Kishtwar.
(Visuals deferred by… pic.twitter.com/lKFucEkHVQ
— ANI (@ANI) May 23, 2025
শুক্রবারও জঙ্গিদের বিরুদ্ধে নিরাপত্তা বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত নিরাপত্তা বাহিনী পাঠানো হয়েছে। সেনাবাহিনী ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন এবং অভিযান পর্যবেক্ষণ করছেন। জঙ্গিদের খুঁজে বের করতে ড্রোন এবং হেলিকপ্টারও ব্যবহার করা হচ্ছে।