মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত জম্মু ও কাশ্মীরের কিশতওয়ারে পুরোদমে চলছে উদ্ধারকাজ। মেঘভাঙা বৃষ্টির পর হড়পা বানে বিধ্বস্ত কিশতওয়ারের চাসোটি গ্রামে উদ্ধারকাজ ও তল্লাশি অভিযান চালাচ্ছে সেনাবাহিনী, এনডিআরএফ, এসডিআরএফ, পুলিশ ও স্থানীয় প্রশাসন।অনুসন্ধান ও উদ্ধার অভিযানের সময় নিয়ন্ত্রিত ভাবে কিছু জায়গায় ব্লাস্টিং করা হয়েছে।জম্মু ও কাশ্মীরের মুখ্য সচিব অটল দুল্লুর মতে, এই ঘটনায় ৬১ জন প্রাণ হারিয়েছেন।
উদ্ধার কার্যে চলছে নিয়ন্ত্রিত ব্লাস্টিংঃ-
#WATCH | J&K: Controlled blasting done during the search and rescue operation by in flash flood-hit Chasoti village in Kishtwar district.
As per J&K Chief Secretary Atal Dulloo, 61 people have lost their lives in the… pic.twitter.com/dfCIUu8fmd
— ANI (@ANI) August 18, 2025
মেঘভাঙা বৃষ্টির পর পর সাধারণ মানুষের চলাচল সুষ্ঠুভাবে নিশ্চিত করার জন্য ভারতীয় সেনাবাহিনী চিসোটি নালার উপর একটি অস্থায়ী সেতু সফলভাবে নির্মাণ করেছে। এরকম অবস্থায় জম্মু ও কাশ্মীরে ফের ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে মৌসম ভবন।তাঁরা জানিয়েছে আগামী ১৯ আগস্ট পর্যন্ত বৃষ্টি চলবে জম্মু ও কাশ্মীরের বিভিন্ন জেলায়। এই সময়ে মেঘভাঙা বৃষ্টি ও হড়পা বানের আশঙ্কার কথাও জানানো হয়েছে। জম্মু, রিয়াসি, উধমপুর, রাজৌরি, পুঞ্চ, সাম্বা এবং কাঠুয়া, ডোডা, কিশতওয়ার, রামবান জেলায় ভারী বৃষ্টিপাতের পাশাপাশি অনেক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত ও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।