দিল্লি, ১৫ অগাস্ট: বৃহস্পতিবার জম্মু কাশ্মীরের (Jammu And Kashmir) কিশতোয়ারে (Kishtwar Cloudburst) মেঘভাঙা বৃষ্টির জেরে হড়পা বান নামে। যে হড়পা বানের আঘাতে এখনও পর্যন্ত ৬৫ জনের মৃত্যু কমপক্ষে হয়েছে বলে খবর মিলছে। সেই সঙ্গে আহত বহু। হড়পা বানের জেরে যাঁরা নিখোঁজ রয়েছেন, তাঁদের উদ্ধার করা হলে, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। ফলে কিশতোয়ারে হড়পা বান নামার পর যখন বিভীষিকা নামতে শুরু করে, সেই সময় জোর কদমে উদ্ধার কাজ শুরু করে সেনা বাহিনী। কাঁদা, মাটি, পাথর সরিয়ে মৃতদেহ উদ্ধারের চেষ্টা চালানো হয়।
আরও পড়ুন: Kishtwar Cloudburst: কিশতোয়ারে ভয়াবহ দুর্যোগ, দেখুন কাঁদা, মাটি খুঁড়ে মৃতদেহ খুঁজছে সেনা
মাচাইল মাতা মন্দিরে যাওয়ার সময় এই হড়পা বান নামে। জানা যায়, মাচাইল মাতা মন্দিরে যাত্রার সময় যখন পূণ্যার্থীরা লঙ্গরের কাছ ছিলেন, সেই সময় হঠাৎ করে হড়পা বান নেমে আসে পাহাড় ভেঙে। হঠাৎ করে বোমা ফাটার মত শব্দ করে হুড়হুড় করে জল নামতে শুরু করে। ফলে বহু মানুষের মৃত্যু হয়। ভেসে যান অনেকে।
যে ৬৫ জনের দেহ উদ্ধার করা হয়েছে, তা শেষ নয়। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে অনুমান। জানা যাচ্ছে, কিশতোয়ারে হড়পা বানের আঘাতে যাঁদের মৃত্যু হয়, তাঁদের মধ্যে ২ জন সিআইএসএফের জওয়ান রয়েছেন। তাঁদেরও মৃত্যু হয়েছে বলে খবর।
এখনও পর্যন্ত ১৬০ জনকে উদ্ধার করা হয়। প্রাণপন লড়াই করে নিখোঁজদের উদ্ধারের কাজ শুরু হয়েছে। যে ১৬০ জনকে উদ্ধার করা হয়েছে, তাঁদের মধ্যে ৩৮ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা যাচ্ছে।
দেখুন কীভাবে উদ্ধার কাজ শুরু হয়েছে কিশতোয়ারে...
VIDEO | Search and rescue operations underway after a massive cloudburst in Kishtwar triggered flash floods, killing at least 60 people, including two CISF personnel, and leaving many others trapped.
(Full video available on PTI Videos - https://t.co/n147TvrpG7) pic.twitter.com/50QwTssyhm
— Press Trust of India (@PTI_News) August 15, 2025