Kiren Rijiju and Rahul Gandhi (Photo Credit: Fcaebook)

দিল্লি, ৩ ফেব্রুয়ারি:  বুধবার সংসদে রাহুল গান্ধীর (Rahul Gandhi) মন্তব্য ঘিরে সরগরম রাজনৈতিক মহল। বুধবার সংসদে দাঁড়িয়ে কেন্দ্রকে একের পর এক তোপের পর রাহুলকে পালটা কটাক্ষ করেন সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশী। এবার কংগ্রেস নেতার বিরুদ্ধে মুখ খুললেন কেন্দ্রীয় মন্ত্রী কিরণ রিজিজু (Kiren Rijiju)। তিনি বলেন, রাহুল গান্ধী নিজেকে 'কিং অফ ইন্ডিয়া' অর্থাৎ 'ভারতের রাজা' বলে মনে করেন।

বৃহস্পতিবার রাহুলকে বিঁধে একটি ট্যুইট করেন কেন্দ্রীয় মন্ত্রী। সেখানে তিনি বলেন, রাহুল গান্ধী আগে নিজেকে 'যুবরাজ' বলে মনে করতেন। বর্তমানে তিনি নিজেকে 'ভারতের রাজা' বলে মনে করেন বলে কটাক্ষ করেন কেন্দ্রীয় মন্ত্রী। 'দুই ভারত', রাহুলের এই মন্তব্যের প্রক্ষিতে কিরণ রিজিজু বলেন, ভারতে এমন কিছু মানুষ রয়েছেন, যাঁরা বিদশে যান, বিলাসবহুল জীবন কাটান। রেভ পার্টিতে যান। যাঁদের জীবন অত্যন্ত ঝাঁ চকচকে। এই দেশে আরেক দল মানুষ রয়েছেন, যাঁরা সুস্থ স্বাভাবিক জীবনযাপন করেন। নিজেদের ঐতিহ্য মেনে সাধারণ জীবনযাপন করেন বলে মন্তব্য কিরণ রিজিজু।

আরও পড়ুন:  Urvashi Rautela: পরণে ৪০ কোটির পোশাক, সোনায় মুড়ে ফ্য়াশন উইকে ঊর্বশী রউতেলা

বুধবার রাহুল গান্ধীর  মন্তব্য নিয়ে যখন জোরদার শোরগোল শুরু হয়, সেই সময় কেন্দ্রের তরফে একের পর এক কটাক্ষ করা হয় সোনিয়া পুত্রকে। এমনকী, ভারতের সংবিধান যাঁরা চালান, সেই কর্তৃপক্ষের উপর তাঁর কোনও আস্থা নেই বলে রাহুল গান্ধী যখন মন্তব্য করেন, তাঁর উপর ক্ষেপে যান কেন্দ্রীয় মন্ত্রী। কংগ্রেস নেতার এই মন্তব্যের জন্য তাঁকে ক্ষমা চাইতে হবে বলে পালটা দাবি করা হয় কেন্দ্রের তরফে।

কিরণ রিজিজুর কথায়, কেন্দ্রীয় মন্ত্রী হিসেবে নয়, ভারতের একজন সাধারণ নাগরিক হিসেবে রাহুল গান্ধীর ওই মন্তব্যের তীব্র বিরোধিতা তিনি করছেন। অবিলম্বে রাহুল গান্ধী যাতে ভারতের নির্বাচন কমিশনের কাছে ক্ষমা চেয়ে নেন, সেই দাবি করেন কিরণ রিজিজু।