মুম্বই, ২৮ অক্টোবর: প্রমোদতরীতে মাদক মামলায় (Mumbai Cruise Drugs Case) নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর (NCB) সাক্ষী কিরণ গোসাভিকে (Kiran Gosavi) আটক করল পুলিশ। পুনের পুলিশ কমিশনার অমিতাভ গুপ্তা এই খবর নিশ্চিত করেছেন। কিরণ গোসাভিকে ২০১৮ সালের একটি প্রতারণার মামলায় আটক করা হয়েছে। তিনি পলাতক ছিলেন। ২০১৯ সালে পুনে সিটি পুলিশ তাঁকে ওয়ান্টেড ঘোষণা করে। তারপর থেকে তিনি নিখোঁজ ছিলেন।
কিরণ গোসাভি পেশায় প্রাইভেট ডিটেক্টিভ। এনসিবি-র সাক্ষী হিসাবে প্রমোদতরীকে অভিযানের সময় তাঁকে ফের দেখা যায়। ১৪ অক্টোবর পুলিশ তাঁর বিরুদ্ধে লুকআউট সার্কুলার জারি করে। আরও পড়ুন: Sherlyn Chopra: হুমকি দিচ্ছেন, মানসিকভাবে হেনস্থা করছেন রাজ-শিল্পা, অভিযোগ শার্লিন চোপড়ার
Kiran Gosavi has been detained in connection with a 2018 cheating case in which he was absconding. In 2019, Pune City Police declared him wanted. He was missing since then & was only spotted during cruise raid as NCB witness. On 14 Oct, Police issued lookout circular against him. pic.twitter.com/vsZd4AqxuT
— ANI (@ANI) October 28, 2021
গোসাভি নাকি গা ঢাকা দিয়ে রয়েছেন উত্তরপ্রদেশে। শুধু তাই নয়, শোনা গিয়েছিল যে তিনি নাকি রাজধানী লখনউয়ের একটি থানায় আত্মসমর্পণ করবেন। যদিও পরে লখনউ পুলিশ এই দাবি অস্বীকার করেছে।