Shilpa Shetty, Raj Kundra, Sherlyn Chopra (Photo Credit: Instagram)

মুম্বই, ২৭ অক্টোবর:  রাজ কুন্দ্রা (Raj Kundra) এবং শিল্পা শেট্টি (Shilpa Shetty) তাঁকে হুমকি দিচ্ছেন। এবার এমনই অভিযোগ করলেন শার্লিন চোপড়া। সংবাদ সংস্থা এএনআইয়ের খবর অনুযায়ী, শার্লিন চোপড়া (Sherlyn Chopra) অভিযোগ করেন রাজ কুন্দ্রার বিরুদ্ধে অভিযোগের জেরে জেল থেকে বেরনোর পর সস্ত্রীক ব্যবসায়ী তাঁকে হুমকি দিচ্ছেন।  রাজ, শিল্পা তাঁকে হুমকি দিলেও তিনি ভয় পাচ্ছেন না  বলে জানান শার্লিন।

আরও পড়ুন: Tadap Trailer: তারার জন্য পাগল আহান, দেখুন সুনীল শেট্টির ছেলের কাণ্ড

পাশাপাশি তাঁর বিরুদ্ধে শিল্পা এবং রাজ যেমন মানহানির মামলা দায়ের করেছেন তেমনি তিনিও পালটা পদক্ষেপ করেছেন।  মানসিকভাবে তাঁকে হেনস্থার জন্য রাজ কুন্দ্রা এবং শিল্পা শেট্টির বিরুদ্ধে তিনি ৭৫ লক্ষ ক্ষতিপূরণ দাবি করেছেন।  এ বিষয়ে রাজ কুন্দ্রা এবং শিল্পা শেট্টিকে তিনি নোটিশও পাঠিয়েছেন বলে জানান শার্লিন চোপড়া।

 

পর্ন ছবি এবং ভিডিয়ো তৈরির অভিযোগে সম্প্রতি গ্রেফতার করা হয় রাজ কুন্দ্রাকে।  রাজের গ্রেফতারির পর শিল্পার ব্যবসায়ী স্বামীর বিরুদ্ধে একের পর এক অভিযোগ করেন শার্লিন।  এমনকী, শিল্পা শেট্টির বিরুদ্ধেও কটাক্ষ করতে দেখা যায় শার্লিনকে।