মন্দিরের দৃশ্য (ছবিঃX)

নয়াদিল্লিঃ ভারত সফরে এসেছেন ভুটানের রাজা(King of Bhutan) জিগমে খেসার নামগেল ওয়াংচুক(Jigme Khesar Namgyel Wangchuck)। আর এবার ভারত সফরে এসেই মহাকুম্ভে (Mahakumbh Mela 2025)পৌঁছলেন তিনি। সারলেন অমৃত স্নান। মঙ্গলবার বেলায় প্রয়াগরাজের পবিত্র ত্রিবেণী সঙ্গমে পুণ্য স্নান সারেন তিনি। তাঁর সঙ্গে ছিলেন উত্তরপ্রদেশের(Uttar Pradesh) মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ(CM Yogi Adityanath)। এদিন অমৃত স্নান(Amrit Snan) সেরে সোজা প্রয়াগরাজের হনুমান মন্দিরে চলে যান তাঁরা। এদিন গেরুয়া বসন পরে নিয়ম মেনে মন্দিরে পুজো দেন কিং অফ ভুটান। এই মুহূর্তের ছবি ইতিমধ্যেই ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

প্রয়াগরাজের হনুমান মন্দিরে হাজির ভুটানের রাজা, নিয়ম মেনে দিলেন পুজো

প্রসঙ্গত, গত ১৩ জানুয়ারি থেকে উত্তরপ্রদেশের প্রয়াগরাজে বসেছে মহাকুম্ভ মেলার আসর। চলবে আগামী ২৬ ফেব্রুয়ারি শিবরাত্রির দিন পর্যন্ত। ১৪৪ বছর পর মহাকুম্ভ যোগ, তাই অন্যান্যবারের থেকে এবার এই মেলাকে ঘিরে বাড়তি চমক রয়েছে। দূরদূরান্ত থেকে মহাকুম্ভে আসছেন পুণ্যার্থীরা। পরিসংখ্যান বলছে এখনও পর্যন্ত ৩৭ কোটিরও বেশি ভক্ত পুণ্য স্নানে অংশ নিয়েছেন।

 মহাকুম্ভে হাজির ভুটানের রাজা, যোগীর পাশে বসে সারলেন পুজো