মহিলাদের সংরক্ষন আইন নিয়ে এবার মুখ খুললেন রাজ্যসভার বিরোধী দলনেতা তথা কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে (Mallikarjun Kharge)। এই বিষয়ে মন্তব্য করতে গিয়ে তিনি জানান, " ২০১০ সালে আমরা এই বিলটিকে রাজ্যসভায় পাশ করেছিলাম কিন্তু লোকসভাতে এসে এই বিলটি আটকে যায়।এই জন্যই এটি নতুন বিল নয়।তারা এই বিলটিকে আগে নিতে যেতে পারতেন, এতদিনে এই বিলটি হয়েও যেত। আমি মনে করি এই বিষয়টিকে ফলাও করা হয়েছে সামনের ভোটকে কেন্দ্র করে।কিন্তুু যতক্ষণ পর্যন্ত না জনগণনা শেষ হচ্ছে , আপনি বুঝতে পারছেন কতখানি সময় লাগতে পারে। তারা কিন্তু আগেরটা দিয়েই কাজ সম্পন্ন করতে পারতেন কিন্তু তাদের উদ্দেশ্য আলাদা ছিল।কিন্তু আমরা আশ্বস্ত করছি যে মহিলা সংরক্ষন বিল নিয়ে আসা হবে এবং আমরা সম্পূর্ণরুপে সাহায্য করব।কিন্তু ত্রুটি বিচ্যুতিগুলি সংশোধন করতে হবে। "
মঙ্গলবার মহিলা সংরক্ষণ বিল নিয়ে সংসদের বাইরে সোনিয়া গান্ধী (Sonia Gandhi) এবং রাহুল গান্ধীকে কড়া ভাষায় আক্রমন করেন।বিল প্রস্তাবের সময় দুজনেই নাকি উপস্থিত ছিলেন না সংসদে। এছাড়া গান্ধী পরিবার শুধু তাদের মহিলাদের নাকি ক্ষমতায়ন চান, গরীব, দলিত মানুষদের চান না বলে দাবি করেন স্মৃতি ইরানি।
#WATCH | On Women's Reservation Bill, Congress president and LoP in Rajya Sabha, Mallikarjun Kharge says, "In 2010, we had passed the Bill in Rajya Sabha. But it failed to be passed by the Lok Sabha. That is why, this is not a new Bill. Had they taken that Bill forward, it would… pic.twitter.com/CbcPBfLifH
— ANI (@ANI) September 20, 2023