কোচি, ১৬ মে: কেরল থেকে এল মহিলাদের নিয়ে অন্য 'স্টোরি'। কেরলের প্রতিটি স্কুলে যেখানে মহিলা ছাত্রীরা পড়ে, সেখানে স্যানিটারি ন্যাপকিংয়ের ভেন্ডিং মেশিন ( Sanitary Napkin Vending Machines) বসাচ্ছে পিনরাই বিজয়নের (Pinarayi Vijayan) সরকার। যেখান থেকে প্রয়োজন হলেই বিনামূল্যে স্যানিটারি ন্যাপকিন পাবে ছাত্রীরা। দেশের মধ্যে এই প্রথম কোনও রাজ্য সরকার নিজেদের উদ্যোগে মহিলাদের জন্য সব স্কুলে ন্যাপকিনের ভেন্ডিং মেশিন বসানোর প্রকল্প আনল।
ছাত্রীদের ঋতুস্রাবের সময় যাতে কোনওরকম অসুবিধা না হয় কেরল সরকারের তাই এই উদ্যোগ বলে জানানো হয়েছে। আরও পড়ুন-কর্ণাটকে বিজেপির বিপর্যয়ে কোপ পড়ছে যার ওপর
দেখুন মুখ্যমন্ত্রী পিনরাই বিজয়নের ঘোষণা
The State Government has decided to install sanitary napkin vending machines in all schools across Kerala, reaffirming menstrual hygiene is a fundamental right for girls. This project aims to break taboos, foster health, and empower our girls to soar with confidence!
— Pinarayi Vijayan (@pinarayivijayan) May 16, 2023
এই বিষয়ে টুইট করে কেরলের মুখ্যমন্ত্রী পিনরাই বিজয়ন জানালেন, রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে কেরলের প্রতিটি বিদ্যালয়ে ন্যাপকিন ভ্যান্ডিং মেশিন বসানো হবে। ঋতুস্রাবের সময় স্বাস্থ্যবিধি মেয়েদের মৌলিক অধিকার। এই প্রকল্পের মাধ্যমে আমরা সমাজের ট্যাবু ভাঙবো, স্বাস্থ্যবিধি পালন করবো এবং আত্মবিশ্বাসের সঙ্গে আমাদের মেয়েদের ক্ষমতায়নের পথ প্রশস্ত করবো।