নতুন দিল্লি, ১৬ মে: কর্ণাটকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দিয়ে রেকর্ড সংখ্যা জনসভা, রোড শো করার পরেও বিজেপিকে হারতে হয়েছে। কংগ্রেসের থেকে অর্ধেকেরও কম আসন পেয়ে দক্ষিণে তাদের একমাত্র ঘাঁটিতে ক্ষমতা হাতছাড়া হতে হয়েছে বিজেপির। রাজ্যে ২২৪টি-র মধ্য়ে মাত্র ৬৬টি-তে জেতে গেরুয়া শিবির।
হারের পিছনে প্রাথমিক পর্যবেক্ষণে এর জেরে পদত্যাগ করতে হতে পারে কর্ণাটক বিজেপির সভাপতি নলিন কুমার কাতেলকে। লিঙ্গায়েত ভোটব্যাঙ্ক থেকে শুরু করে গ্রামীণ গড়, সব জায়গাতেই বিপর্যয়ের মুখে পড়ে বিজেপি।
দেখুন টুইট
The #BJP is in the process of introspection following its humiliating defeat in the #KarnatakaAssemblyElections and as a first follow-up action, has decided to shunt out state President #NalinKumarKateel, according to sources. pic.twitter.com/5SjlV5tZki
— IANS (@ians_india) May 16, 2023
বাসবরাজ বোম্মাইয়ের থেকেও হারের পিছনে রাজ্যে দলীয় সংগঠনের দিকেই আঙুল উঠেছে। জেপি নাড্ডা, অমিত শাহ-রা চাইছেন নতুন রাজ্য সভাপতির নেতৃত্বে আগামী বছর কর্ণাটক ভোটে লড়ুক বিজেপি। গত লোকসভা নির্বাচনে কর্ণাটকে ২৮টির মধ্যে ২৫টিতে জিতেছিল বিজেপি।