ত্রিবান্দ্রাম, ৩১ জুলাই: মাত্র ২৩ বছর বয়সেই সব শেষ। ২৩ বছর বয়সী ফাসিলা অন্তঃসত্ত্বা অবস্থায় আত্মহত্যা করেন। আত্মহত্যার (Pregnant Woman Suicide) আগে নিজেরমমাকে চিঠি লেখেন ফাসিলা। সেখানে তিনি শ্বশুরবাড়ির অত্যাচারের কথা লেখেন। স্বামী এবং শাশুড়ি কীভাবে তাঁর উপর অত্যাচার করছে, জীবন নিয়ে চরম সিদ্ধান্ত নেওয়ার আগে ফাসিলা নিজের মাকে হোয়াটস অ্যাপে সব কিছু লিখে রেখে যান। ফাসিলার হোয়াটস অ্যাপ চ্যাট দেখে পুলিশ তাঁর স্বামী নাউফল এবং শাশুড়ি রামালকে গ্রেফতার করে। বর্তমানে ফাসিলার স্বামী এবং শাশুড়ি দুজনকেই পুলিশ (Police) জেল হেফাজতে রেখেছে। কেরলের (Kerala) থ্রিসুর থেকে এমনই একটি ঘটনা এবার প্রকাশ্যে এল।
ফাসিলা যে সমস্ত মেসেজ বা চিঠি নিজের মাকে লেখেন সেখানে উল্লেখ করেন, স্বামী এবং শাশুড়ির অত্যাচারের বিষয়ে। ফাসিলা জানান, তিনি দ্বিতীয়বার অন্তঃসত্ত্বা হলে, তাঁর পেটে লাথি মারা হয়। তাঁর হাতও ভেঙে দেওয়া হয়। সেই সঙ্গে ছিল স্বামীর গালিগালাজ। ফাসিলার লেখা তাঁর মাকে শেষ চিঠি অনুযায়ী, 'মা আমি মরছি না হলে ওরা আমায় মেরে ফেলবে'।
মাকে শেষ মেসেজ করে আত্মহত্যা করেন বছর ২৩-এর ফাসিলা। তাঁর এক পুত্র সন্তান রয়েছে। পুলিশ ফাসিলার দেহ ময়নাতদন্তের পর, তাঁর পরিবারের হাতে তুলে দিয়েছে।
২০১৪ সালে ফাসিলার বিয়ে হয়। বিয়ের পর থেকেই পণের জন্য নানাভাবে ফাসিলার উপর অত্যাচার করা হত বলে তাঁর পরিবার অভিযোগ করে। এক সময় ফাসিলার স্বামী অত্যাচারের কথা স্বীকার করে এবং জোর গলায় জানায়, 'পরিবারে এটি অত্যন্ত সাধারণ একটি বিষয়'।
ফাসিলার স্বামী এবং শাশুড়িকে গ্রেফতারের পর আরও একটি হাতে লেখা নোট পুলিশ উদ্ধার করেছে। যেখানে ফাসিলা লেখেন, 'ওদের কাউকে ছোড়ো না। ওরা আমায় কুকুরের মত মারত।'