Kerala: নতুন মন্ত্রী হয়েই করোনা আক্রান্ত শিল্পমন্ত্রী পি রাজীব
করোনা

তিরুবন্তপুরম, ১ জুন: ক দিন হল রাজ্যের মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। নতুন মন্ত্রী হয়েই করোনা আক্রান্ত হলেন পিনরাই বিজয়ন (Pinarayi Vijayan) মন্ত্রিসভার সদস্য পি রাজীব (P.Rajiv)। কেরলের নতুন শিল্পমন্ত্রী রাজীবকে কোভিডের (Covid-19) কারণে সরাকীর হাসপাতালে ভর্তি করা হল। আজ, মঙ্গলবার কেরলে ১৪০ সদস্যের বিধানসভা অধিবেশনের চতুর্থ দিন ছিল। শুক্রবার রাজ্য বাজেট পেশ করার পর অর্থমন্ত্রী কে এন বালাগোপালের। তবে রাজ্যের করোনা  পরিস্থিতি খারাপ হওয়ায়, এবং মন্ত্রীর কোভিড ধরা পড়ায় অধিবেশন বন্ধ করে দেওয়া হল। আরও পড়ুন: Maharashtra: ভয়াবহ ছবি, মহারাষ্ট্রের আহমেদনগরে মে মাসে ৯,৯২৮ জন শিশু করোনায় আক্রান্ত 

মন্ত্রীর পাশাপাশি সিপিএম বিধায়ক জে স্টিফেনও কোভিডে আক্রান্ত হয়েছেন। দ্বিতীয়বার মুখ্যমন্ত্রী হওয়ার পর পিনরাই বিজয়ন মন্ত্রিসভার এই প্রথম কোনও সদস্য কোভিডে আক্রান্ত হলেন। এর আগে মুখ্যমন্ত্রী পিনরাই বিজয়ন এবং রাজ্যের কৃষিমন্ত্রী ভি.এস সুনীল কুমারও করোনায় আক্রান্ত হয়েছিলেন।

সোমবারের হিসেব অনুযায়ী, কেরলে দৈনিক করোনা সংক্রমণ ১২ হাজার ছাড়িয়েছে। রাজ্যে দৈনিক কোভিডে মৃত্যু ১৭৪ জন। পজেটেভিটি রেট ১৩.৭৭ শতাংশ। এই নিয়ে করেল মোট করোনা আক্রান্তের সংখ্যা ২৫ লক্ষের একেবারে কাছে। কেরলে করোনায় মোট মৃত্যু ৮ হাজার ৮০০ ছাড়িয়েছে।