ওয়েনাড়, ৩০ জুলাইঃ প্রবল বৃষ্টিতে দুর্যোগ নেমেছে কেরলে (Kerala Rain)। জলস্রোতে ভাসছে ওয়েনাড় (Wayanad)। একটানা বৃষ্টির জেরে মঙ্গলবার ভরে ধস নেমেছে সেখানে। এখনও পর্যন্ত পাওয়া অনুযায়ী, কাদা এবং পাথরের স্তুপে চাপা পড়ে অন্তত ১৯ জনের মৃত্যু হয়েছে। গত কয়েকদিন ধরেই ভারী বর্ষণের শিকার কেরল। মঙ্গলবার ভোর তিনটে নাগাদ ওয়েনাড়ের পার্বত্য এলাকায় আচমকা ধস (Wayanad Landslides) নামে। প্রবল গতিতে পাহাড় থেকে নেমে আসা জলধারায় ডুবেছে রেললাইন। ফলে ব্যহত ট্রেন চলাচল। আংশিকভাবে বাতিল করা হয়েছে বেশ কিছু ট্রেন। ভালাথল নগর এবং ওয়াদাকাঞ্চেরির মধ্যে চলাচলকারী ট্রেনগুলো সাময়িক সময়ের জন্যে বাতিল করা হয়েছে। ভারী বৃষ্টির কারণে লাইনে জল জমে যাওয়ায় ত্রিবান্দ্রম বিভাগের ভাল্লাথল নগর থেকে ওয়াদাক্কাঞ্চেরির একটি ট্রেন থামিয়ে দিয়েছেন স্টেশন মাস্টার।

আরও পড়ুনঃ কেরলে ভয়াবহ ভূমিধ্বসে মৃত ১৯, আটকে বহু, সাহায্যের আশ্বাস মোদীর, উষ্মা রাহুলের

এছাড়া নিম্ন লিখিত ট্রেন গুলো সাময়িকভাবে বাতিক করা হয়েছে...

১) ট্রেন নম্বর 16305। ত্রিশুরের এর্নাকুলাম - কান্নুর ইন্টারসিটি এক্সপ্রেস বাতিল হয়েছে।

২) ট্রেন নম্বর 16791। আলুভায় তিরুনেলভেলি - পালাক্কাদ পালারুভি এক্সপ্রেস স্বল্প সময়ের জন্য বন্ধ রাখা হয়েছে।

৩) ট্রেন নম্বর 16302। চালক্কুডিতে তিরুবনন্তপুরম - শোরানুর ভেনাদ এক্সপ্রেস বাতিল করা হয়েছে।

ট্রেন বাতিল... 

ওয়েনাড়ে ভূমিধসের (Wayanad Landslides) খবর মিলতেই উদ্ধারকাজে নামে রাজ্য এবং জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী। উদ্ধারকাজে বায়ুসেনার দুটি হেলিকপ্টারও মোতায়েন করা হয়। এখনও পর্যন্ত ১৯ জনের মৃত্যু খবর মিললেও ওয়েনাড়ের ভয়াবহ ধস আরও বেশি প্রাণ কেড়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। আহতের সংখ্যা শতাধিক।

কেরলে ভূমিধসের (Kerala Landslide) খবরে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। এক্স হ্যান্ডেলে জানিয়েছেন, রাজ্যের মুখ্যমন্ত্রী পিনরাই বিজয়নের সঙ্গে তাঁর কথা হয়েছে। দুর্যোগের পরিস্থিতিতে কেরলকে সব রকম সাহায্যের আশ্বাস দিয়েছেন তিনি।