দিল্লি, ৩০ জুলাই: একটানা বর্ষণের জেরে কেরলের (Kerala) ভয়াবহ ভূমিধ্বস (Landslide)নামে। ধ্বসে মৃত্যু হয়েছে পরপর ১৯ জনের। এই সংখ্যাটা আরও বাড়তে পারে বলে অনুমান। সেই সঙ্গে বহু মানুষ আটকে রয়েছেন ভূমিধ্বসের জেরে। ফলে একটানা বৃষ্টির জেরে দক্ষিণের এই রাজ্যে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে। ওয়েনাড়ের মেপ্পাডি, মুন্ডাক্কাই, চূরাল মালা জেলায় ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে। ফলে কেরল নিয়ে আশঙ্কা ক্রমশ বাড়ছে। কেরলে যখন ভয়াবহ ভূমিধ্বস নামে, তার খবর পেয়েই ট্যুইট করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। কেরলের মুখ্যমন্ত্রী পিনরাই বিজয়নকে সমস্ত ধরনের সহযোগিতা করা হবে বলে আশ্বাস দেন প্রধানমন্ত্রী মোদী।
দেখুন ভয়াবহ ভিডিয়ো...
VIDEO | Wayanad landslide: Latest visuals of the rescue operation that is underway near Meppadi village. Eight lives have been lost after a massive landslide devastated many village in Wayanad of Kerala. Picturesque hamlets known for their beauty until Monday-Mundakkai,… pic.twitter.com/wRDUZcz19h
— Press Trust of India (@PTI_News) July 30, 2024
দেখুন মোদীর ট্যুইট...
വയനാടിൻ്റെ ചില ഭാഗങ്ങളിൽ ഉണ്ടായ ഉരുൾപൊട്ടലിൽ ദുഃഖമുണ്ട്. പ്രിയപ്പെട്ടവരെ നഷ്ടപ്പെട്ട എല്ലാവർക്കുമൊപ്പമാണ് എൻ്റെ ചിന്തകൾ. പരിക്കേറ്റവർക്കായി പ്രാർത്ഥിക്കുന്നു.
ദുരിതബാധിതരെ സഹായിക്കുന്നതിനുള്ള രക്ഷാപ്രവർത്തനം ഇപ്പോൾ നടന്നുകൊണ്ടിരിക്കുകയാണ്. കേരള മുഖ്യമന്ത്രി ശ്രീ…
— Narendra Modi (@narendramodi) July 30, 2024
দেখুন আরও ভিডিয়ো...
8 dead, over 100 feared trapped in massive landslide in Wayanad, Kerala. Disaster relief personnel on site, prayers for the families and survivors. pic.twitter.com/SCWDsYGPVp
— Shiv Aroor (@ShivAroor) July 30, 2024
অন্যদিকে ভূমিধ্বসের খবরে কার্যত উষ্মা প্রকাশ করেন ওয়েনাড়ের প্রাক্তন সাংসদ রাহুল গান্ধী (Rahul Gandhi)। মৃতেদের পরিবারের প্রতি সমবেদনা জানান জানান। পাশাপাশি যে সমস্ত মানুষ আটকে রয়েছেন, তাঁদের পাশে রয়েছেন বলেও জানান রাহুল গান্ধী।