Wayanad Landslide.jpg (Photo Credit: Twitter)

দিল্লি, ৩০ জুলাই: একটানা বর্ষণের জেরে কেরলের (Kerala) ভয়াবহ ভূমিধ্বস (Landslide)নামে। ধ্বসে মৃত্যু হয়েছে পরপর ১৯ জনের। এই সংখ্যাটা আরও বাড়তে পারে বলে অনুমান। সেই সঙ্গে বহু মানুষ আটকে রয়েছেন ভূমিধ্বসের জেরে। ফলে একটানা বৃষ্টির জেরে দক্ষিণের এই রাজ্যে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে। ওয়েনাড়ের মেপ্পাডি, মুন্ডাক্কাই, চূরাল মালা জেলায় ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে। ফলে কেরল নিয়ে আশঙ্কা ক্রমশ বাড়ছে। কেরলে যখন ভয়াবহ ভূমিধ্বস নামে, তার খবর পেয়েই ট্যুইট করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। কেরলের মুখ্যমন্ত্রী পিনরাই বিজয়নকে সমস্ত ধরনের সহযোগিতা করা হবে বলে আশ্বাস দেন প্রধানমন্ত্রী মোদী।

আরও পড়ুন: Kerala Landslide Video: জলের স্রোতে ওয়েনাড়ে ভয়াবহ ভূমিধ্বস, বাড়ছে মৃতের সংখ্যা, রাহুলের প্রাক্তন কেন্দ্র নিয়ে উদ্বেগ খাড়গের

দেখুন ভয়াবহ ভিডিয়ো...

 

দেখুন মোদীর ট্যুইট...

 

দেখুন আরও ভিডিয়ো...

 

অন্যদিকে ভূমিধ্বসের খবরে কার্যত উষ্মা প্রকাশ করেন ওয়েনাড়ের প্রাক্তন সাংসদ রাহুল গান্ধী (Rahul Gandhi)। মৃতেদের পরিবারের প্রতি সমবেদনা জানান জানান। পাশাপাশি যে সমস্ত মানুষ আটকে রয়েছেন, তাঁদের পাশে রয়েছেন বলেও জানান রাহুল গান্ধী।