পিনারাই বিজয়ন(Photo Credits: ANI/File)

কোচি, ৯ এপ্রিল: হু হু করে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। এবার কোভিড-১৯ মোকাবিলায় এবার অনবাসী কেরালাটাইসদের (non-resident Keralites) সহযোগিতায় এগিয়ে এল পিনারাই বিজয়নের সরকার। অনাবাসী কেরালাটাইসরা যাতে মারণ রোগের সঙ্গে যুঝতে ওষুধ পেতে পারেন সেজন্য অনলাইনে চিকিৎসার সুযোগ চালু করল কেরালা। পিনারাই বিজয়নের নেতৃত্বে রাজ্য সরকার প্রবাসী মালয়লিদের জন্য ৫টি কোভিড-১৯ হেল্প ডেস্ক তৈরি করেছে। সংবাদ সংস্থা এএনআই টুইটে জানা যাচ্ছে, অনবাসী মালয়লিরা এই পরিষেবা পেতে পারবেন Norka Roots website থেকে। বিভিন্ন বিষয়ের বিশেষজ্ঞ চিকিৎসকরা থাকবেন, তাঁদের সঙ্গে যোগাযোগ করতে হলে বেলা দুটো থেকে সন্ধে ছটার মধ্যে ওয়েবসাইটে সক্রিয় থাকতে হবে।

তথ্য বলছে, প্রায় ২৫ লক্ষ মালয়লি বিদেশে থাকে। ৯০ শতাংশ কর্মসূত্রে মধ্য প্রাচ্যের বাসিন্দা। বাকি ২০ লক্ষ মালয়লি পৃথিবীর বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে আছে। বুধবার অনাবাসী মালয়লিদের জন্য অনলাইন চিকিৎসা পরিষেবার বিষয়টি ঘোষণা করেন পিনারাই বিজয়ন। তিনি বলেন, এই চিকিৎসা পরিষেবা পেতে হলে সংশ্লিষ্ট ওয়েবসাইট দেখতে হবে। সেখানে বেলা দুটো থেকে সন্ধে ছটা পর্যন্ত বিশেষজ্ঞ চিকিৎসকরা থাকবেন। তাঁদের থেকে সাহায্য পেতে পারেন বিদেশে থাকা মালয়লিরা। ওয়েবসাইট থেকে ভিডিও এবং অডিও-র সুযোগও মিলবে। আরও পড়ুন- Donald Trump Thanks PM Modi কোভিড-১৯ মোকাবিলায় আপনার নেতৃত্ব মানবিকতার দিশারী, হাইড্রক্সিক্লোরোকুইন পেয়ে মোদি বন্দনায় ডোনাল্ড ট্রাম্প

তিনি আরও বলেন, “এই নরকা রুটস ডায়াস্পোরা সংস্থার সদস্য। বিদেশে বসবাসকারী মালয়লিদের জন্য পাঁচটি হেল্প ডেস্ক থাকবে। মালয়লি সম্প্রদায়ের জন্য ভারতীয় দূতাবাসেরও সহযোগিতা নেওয়া যেতে পারে। বিদেশে পড়তে য়াওয়া কেরালিয়ান পড়ুয়ারা নরকা রুটসে নাম নথিভুক্ত করাতে পারেন। তাহলে ভ্রমণ ভর্তুকিতেও সাহায্য মিলবে।”