বেঙ্গালুরু, ৬ এপ্রিল: দেখতে দেখতে চার বছর হয়ে গেল। ২০১৭ সালে নিজের বাড়ির সামনেই বাইক আরোহী দুষ্কৃতীর ছোঁড়া গুলিতে খুন হন সাংবাদিক সমাজকর্মী লেখিকা গৌরী লঙ্কেশ (Gauri Lankesh Murder Trial)। তাঁর হত্যার চার বছর পরে আগামী ২৭ মে বিচার শুরু করতে চলেছে কর্ণাটক কন্ট্রোল অফ অর্গানাইজডক্রাইমস অ্যাক্ট (KCOCA)। প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা কবিতা লঙ্কেশ তাঁর বোন। এই মামলার অন্যতম সাক্ষী হচ্ছেন তিনি। ইতিমধ্যেই বিশেষ আদালতের বিচারক অনিল ভীমানা কাট্টি এই মামলায় তাঁকে তলব করেছেন। আগামী ২৭ মে কবিতা লঙ্কেশকে আদালতে জবানবন্দি দেওয়ার নির্দেশ জারি হয়েছে।
প্রয়াত গৌরী লঙ্কেশ হিন্দুত্ববাদী সংগঠন বিশেষ করে RSS-এর ফরে তীব্র আক্রমণ জারি রাকার জন্য সবিশেষ পরিচিত ছিলেন। নকশালদের সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনারা নেপথ্যে তাঁর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ২০১৭-র ৫ সেপ্টেম্বর নিজের বাসভবনের সামনেই আততায়ীর গুলিতে প্রাণ হারন গৌরী লঙ্কেশ। তাঁর হত্যার পর দেশজুড়ে হিন্দুত্ববাদী সংগঠনের বিরুদ্ধে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছিল। এই হত্যার তদন্ত পরিচালনার জন্য সরকার SIT গঠন করে। তদন্ত সম্পন্ন করে আদালতের কাছে চার্জশিট পেশ করে SIT। তাতে ১৮ জন অভিযুক্তের নাম ছিল। এরপর পুলিশ ১৭ জনকে গ্রেপ্তারও করে।
ধৃতরা হল অমিত বাড্ডি, গণেশ মিসকিন, অমিত দেগওয়েকর, ভারত কুরানে, রাজেশ ডি বাঙ্গেরা, মোহন নায়েক, সুরেশ এইচএল, সুধানভা গোন্দালেকার, শরদ বি কালাসকার, বাসুদেব বি সূর্যবংশী, সুজিত কুমার, মনোহর যাদব, শ্রীকান্ত জে পাঙ্গরকর, কে টি নবীন কুমার এবং ঋষিকেশ দেবাদেকার। ধৃতরা প্রত্যেকেই এখন বিচারবিভাগীয় হেফাজতে রয়েছে।