বিজেপির ভারত ছাড়ো আন্দোলনের প্রসঙ্গে এবার মুখ খুললেন কংগ্রেস সাংসদ কে সি ভেনুগোপাল। তিনি ভারত ছাড়ো আন্দোনলের বিষয়ে জানান, "বিজেপির সঙ্গে ভারত ছাড়ো আন্দোলনের কি সম্পর্ক রয়েছে? স্বাধীনতার জন্য লড়াইয়ে তাদের মানুষ কখনও যোগদান করেননি।
স্বাধীনতা সংগ্রামের সম্পূর্ণ বিরুদ্ধে ছিলেন তাঁরা।ভারত ছাড়ো দিবস নিয়ে কোন যুক্তি থেকে এসব বলছেন তাঁরা। এটা একটি ঐতিহাসিক দিবস। আমরা সংসদে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বিতর্ক চাইছি।প্রধানমন্ত্রীতো সংসদেই আসছেন না। তিনি মণিপুর সমন্ধে কিছু বলছেন না। ভারত ছাড়ো আন্দোলন আমাদের এই সরকারের কথা মনে করিয়ে দিচ্ছে। "
৯ অগাস্ট ভারত ছাড়ো আন্দোলনের ৮১ তম বর্ষপূর্তি দিবস। আর এই বর্ষপূর্তি দিবস উপলক্ষ্যে বিরোধীদের ওপর আক্রমন শানাতে গিয়ে পরিবারতন্ত্রবাদ, দুর্নীতি এবং তোষণের রাজনীতিকে ভারত ছাড়ার কথা বলেছিলেন প্রধানমন্ত্রী। এবার সেই বক্তব্যের পরিপ্রেক্ষিতে ভারত ছাড়ো আন্দোলনে বিজেপির ভূমিকা নিয়েই প্রশ্ন তুলে দিলেন কেসি ভেনুগোপাল।
#WATCH | Congress MP KC Venugopal says, "What is the relation between BJP & Quit India? Their people did not participate in the struggle for Independence. BJP is totally against the freedom movement. What is the point that they are saying something on Quit India Day? It is a… pic.twitter.com/1fh20XRd2p
— ANI (@ANI) August 9, 2023