Jammu And Kashmir (Photo Credit: Twitter/ANI)

শ্রীনগর, ১৭ ১৬ অগাস্ট: ফের কাশ্মীরি পণ্ডিতের মৃত্যু উপত্যকায়। সোপিয়ানে কাশ্মীরি পণ্ডিত সুনীল কুমারকে লক্ষ্য করে গুলি চালায় জঙ্গিদের একটি দল। হামলার পরপরই সুনীল কুমারের (৪৫) মৃত্যু হয়। সুনীল কুমারের পাশাপাশি তাঁর ভাই পিন্টু কুমার গুরুতর আহত। তাঁকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

কাশ্মীরের পিপলস কনফারেন্সর প্রধান সাজাদ লোন নিজের সোশ্যাল হ্যান্ডেলে ট্যুইট করে কাশ্মীরি পণ্ডিতের মৃত্যুর খবর জানান। সেই সঙ্গে এই ঘটনার তীব্র প্রতিবাদও করেন সাজাদ লোন।

কাশ্মীরি পণ্ডিতের মৃত্যুর ঘটনার প্রতিবাদ জানান আসাদউদ্দিন ওবেইসিও। কাশ্মীরি পণ্ডিতদের নিরাপত্তা দিতে পারছে না বিজেপি সরকার।  কাশ্মীর থেকে ৩৭০ ধারা তুলে দেওয়া হল সেখানকার মানুষের নিরাপত্তার কথা ভেবে। অথচ ৩৭০ ধারা কাশ্মীর থেকে তুলে দেওয়ার পরও সেখানকার মানুষ নিরাপদ নন বলে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তোপ দাগেন ওবেইসি। এই ঘটনার জন্য প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে জবাবদিহি করতে হবে বলেও ওবেইসি আক্রমণ করেন। বর্তমানে উপত্যকা জুড়ে কাশ্মীরি পণ্ডিতরা ভয়ে ভয়ে দিন কাটাচ্ছেন বলেও কেন্দ্রের বিরুদ্ধে ফুঁসে ওঠেন ওবেইসি।