শ্রীনগর, ২৬ অক্টোবর: শীত আসছে ভূস্বর্গে। গতকাল কাশ্মীর উপত্যকাজুড়ে (Kashmir Valley) পড়েছে বরফ (Snowfall)। শীত আসার আগে এই প্রথম কাশ্মীরে বরফ পড়ল। টুইটারে প্রথম বরফ পড়ার ছবি শেয়ার করে কাশ্মীরনিবাসীরা। সোনমার্গ, দ্রাস, পীর কি গলি ছাড়া পীরপঞ্জলের মত উঁচু অঞ্চলগুলিতে বরফ পড়ে। পাশাপাশি আউটার হিমালয়েও এদিন তুষারপাত হয়।
গতকাল সকালে সারারাত ধরে চলা তুষারপাতের ফলে বরফের চাদরে ঢেকে যাওয়া কাশ্মীরকে দেখে উৎফুল্ল নেটিজেনরা। উপত্যকার রাস্তা, গাছ, বাড়ি সাদা বরফে ঢেকে যায়। তবে সমস্যায় পড়ে যায় কাশ্মীরবাসীরা। তুষারপাতের কারণে বন্ধ হয়ে পড়ে পীর কি গলির মুঘল রোড। যানবাহন চলাচল ব্যাহত হয়ে পড়ে। উপত্যকায় বেশ তাড়াতাড়িই শীত এসে গেল। শীতকে আগমণ জানাচ্ছে উপত্যকাবাসীরা। আরও পড়ুন, কোভিড এনসেফালোপ্যাথির গেরোয় সংকটে সৌমিত্র চ্যাটার্জি, রাখা হতে পারে ভেন্টিলেশনে
First snowfall of the season. Guess the place? Hint: a place between Anantnag & Kishtwar. #Kashmir #Snowfall #Travel pic.twitter.com/4v7DHWxGC0
— Ieshan Wani (@Ieshan_W) October 25, 2020
ডিসেম্বরের মাঝামাঝি সময়ে ব্যাপক তুষারপাত হয় উত্তর কাশ্মীরের গুলমার্গ, পেহলগাঁওতে পুরু বরফের স্তর পড়ে গিয়েছে। ফলে স্কি রিসর্ট, হিল রিসর্টগুলিতে ভিড় উপচে পড়ে কৌতূহলী পর্যটকদের। কিন্তু এবছর করোনা মহামারীর কারণে পর্যটকের ভিড় লক্ষ্য করা যাবে না। যেকোনও পর্যটনে থাকবে একাধিক বিধিনিষেধ।