প্রতীকী ছবি

ছামারাজানগর: ভিন জাতে বিয়ে (Inter-Caste Marriage) করেছিল। এর জেরে এক দম্পতিকে (Couple) বয়কট (Boycott) করার পাশাপাশি ৬ লক্ষ টাকা জরিমানা (Fine) করেছে গ্রামের অন্য বাসিন্দারা। ২০২৩ সালে দাঁড়িয়েও পাশবিক এই ঘটনা ঘটেছে কর্নাটকের (Karnataka) ছামারাজানগর জেলার (Chamarajanagar District) কোল্লেগাল তালুকের (Kollegal Taluk) কুনাগাল্লি (Kunagalli) গ্রামে। ওই দম্পতি গত ১ মার্চ এই বিষয়ে অভিযোগ দায়ের করার পরেই তদন্ত শুরু করেছে পুলিশ।

স্থানীয় পুলিশ সূত্রে জানা গেছে, ওই দম্পতি পাঁচ বছর আগে বিয়ে করে গ্রামে বাসবাস করতে শুরু করেছিল। সম্প্রতি গ্রামের বাসিন্দারা জানতে পারেন মেয়েটি ও ছেলেটি ভিন্ন জাতের। এরপরই রীতিমতো মিটিং করে তাঁদের ৬ লক্ষ টাকা জরিমানা দিতে নির্দেশ দেওয়ার পাশাপাশি বয়কটও করা হয়। কিন্তু, অমানবিক এই সিদ্ধান্ত মানতে না পেরে কোল্লেগাল থানায় একটি অভিযোগ দায়ের করে ওই দম্পতি।

তার ভিত্তিতে তদন্তে নেমে পুলিশ জানতে পারে, উপ্পরা শেট্টি সম্প্রদায়ের গোবিন্দরাজু নামে এক যুবক মান্ডেয়ার তপশিলি জাতির শ্বেতার প্রেমে পড়ে। বিষয়টি জানাজানি হওয়ার পর দুই পরিবারের সম্মতিতেই সাব রেজিস্টারের অফিসে তাঁদের বিয়েও হয়।

এরপর ওই দম্পতি মালাভাল্লি এলাকা বসবাস করতে শুরু করে। তবে মাঝে মাঝেই তাঁরা কুনাগাল্লি গ্রামে বসবাসকারী গোবিন্দরাজুর বাবা-মার কাছে ঘুরতে আসতেন। গত মাসে সেই রকমই ঘুরতে এসে প্রতিবেশীদের শ্বেতা জানান যে তিনি দলিত পরিবারের মেয়ে।

বিষয়টি গ্রামের প্রবীণ মানুষরা জানতে পারার পরেই গত ২৩ ফেব্রুয়ারি গ্রামে একটি বৈঠক বসায়। তারপর ওই দম্পতির অভিভাবকদের ডেকে ১ মার্চের মধ্যে তিন লক্ষ জরিমানা দেওয়ার নির্দেশ দেয়। এরপরই থানায় গিয়ে গ্রামের ১২ জনের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেন গোবিন্দারাজু ও শ্বেতা। যা জানতে পারার পরেই জরিমানার অঙ্ক দ্বিগুণ অর্থাৎ ৬ লক্ষ টাকা করে দেওয়ার পাশাপাশি ওই দম্পতির পরিবারকে বয়কটও করে। গ্রাম থেকে তাদের বের করে দেওয়ার পাশাপাশি তারা যাতে রেশন, শাকসবজি, দুধ ও জল গ্রামের কারও কাছ থেকে না পায় তার নির্দেশ দেয়।