Tiger (Photo Credits: X)

চামরাজনগর, ২০ জুনঃ কর্ণাটকে বাঘের বলি এক মহিলা। গবাদি পশু চড়াতে গিয়ে বাঘের আক্রমণের শিকার হন মহিলা। কর্ণাটকের (Karnataka) বান্দিপুর ব্যাঘ্র সংরক্ষণ সীমানার অন্তর্গত চামরাজনগর জেলার ওমকার রেঞ্জের কাছে ঘটেছে দুর্ঘটনাটি।

শুক্রবার বনকর্মকর্তারা জানাচ্ছেন, নিহত মহিলার নাম পুত্তাম্মা। বয়স ৩২। তিনি ওই জেলার গুন্ডলুপেট তালুকের বাসিন্দা ছিলেন। বৃহস্পতিবার বিকেলে গবাদি পশু চড়াতে গিয়ে বাঘের শিকার হন তিনি। মহিলার উপর ঝাঁপিয়ে পড়ে বাঘ। শিকারকে ঘটনাস্থল থেকে প্রায় ১০০ মিটার দূরে টেনে নিয়ে গিয়েছে বাঘটি।

আরও পড়ুনঃ আহমেদাবাদ বিমান দুর্ঘটনায় জড়িত রমেশ? গ্রেফতার বিধ্বস্ত এআই ১৭১ বিমানের একমাত্র জীবিত যাত্রী?

গ্রামবাসীরা ঘটনাটি জানতে পেরে বন বিভাগের কর্মকর্তাদের খবর দেয়। তারা ঘটনাস্থলে পৌঁছান। মৃতদেহ উদ্ধার করেন। ময়নাতদন্তের পর, মহিলার মৃতদেহ তাঁর পরিবারের কাছে হস্তান্তর করা হবে। বান্দিপুর বন সংরক্ষক জানান, বাঘের আক্রমণেই ওই মহিলার মৃত্যু হয়েছে। আক্রমণকারী বাঘটির সন্ধানে চিরুনি তল্লাশি চালানো হচ্ছে। এলাকায় বাঘের গতিবিধি সনাক্ত এবং পর্যবেক্ষণের জন্য ক্যামেরা ট্র্যাপও স্থাপন করা হয়েছে।