
আহমেদাবাদ, ২০ জুনঃ গুজরাটের আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনায় একমাত্র জীবিত যাত্রী বিশ্বাস কুমার রমেশ। ক্রু সদস্য এবং যাত্রী মিলিয়ে বিমানে থাকা ২৪২ জনের মধ্যে ২৪১ জনই আগুনে ঝলসে মারা গিয়েছেন। বেঁচে গিয়েছেন কেবল রমেশ। বিধ্বস্ত এয়ার ইন্ডিয়ার এআই ১৭১ বিমানের সেই একমাত্র জীবিত যাত্রীকে এবার গ্রেফতার করল পুলিশ। আহমেদাবাদ বিমান দুর্ঘটনায় জড়িত থাকার সন্দেহে গ্রেফতার হয়েছেন রমেশ। তাঁর গ্রেফতারির খবর সোশ্যাল মিডিয়ায় হু হু করে ভাইরাল হয়েছে। ভাইরাল একটি ভিডিওটিতে এও দাবি করা হয়েছে যে, দুর্ঘটনার ৪৮ ঘন্টার মধ্যে ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক বিশ্বাস কুমার রমেশকে গ্রেফতার করা হয়েছে। রমেশের গ্রেফতারির খবর কি আদেও সত্য?
বিমান দুর্ঘটনায় জড়িত থাকার অভিযোগে গ্রেফতার রমেশ?
ভাইরাল ভিডিওটিতে দাবি করা হয়েছে, আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনার (Ahmedabad Plane Crash) পর বিশ্বাশ কুমার রমেশকে তাঁর বাড়ি থেকে পুলিশ গ্রেফতার করেছে। 'এভিয়েশন স্পটিং' নামক ওই ইনস্টাগ্রাম পেজ এও দাবি করেছে, ভয়াবহ দুর্ঘটনার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে গ্রেফতার হন তিনি। উড়ানের বেশ কয়েক ঘণ্টা আগে থেকেই নাকি রমেশ রানওয়েতে ছিলেন। বিমানের নীচে তাঁকে কিছু লাগাতেও দেখা গিয়েছে। বিমানবন্দরেরে সিসিটিভি ক্যামেরায় নাকি ধরা পড়েছে সেই দৃশ্য। তবে রমেশের গ্রেফতারি এবং বিমান দুর্ঘটনার সঙ্গে তাঁর যোগসূত্রের অভিযোগ সম্পূর্ণ ভুয়ো। আহমেদাবাদ বিমান দুর্ঘটনা ঘিরে রটানো হচ্ছে ভুয়ো খবর।
বিশ্বাস কুমার রমেশকে গ্রেফতারির ভুয়ো দাবিঃ
View this post on Instagram
আহমেদাবাদ থেকে লন্ডনগামী বিমানে ছিলেন রমেশের দাদা অজয়ও। দুর্ঘটনায় মারা গিয়েছেন তিনিও। দুর্ঘটনার এক সপ্তাহ পরে দাদার শেষকৃত্যে গিয়ে কান্নায় ভেঙে পড়েন রমেশ। আহমেদাবাদ সেক্টর ২-এর অতিরিক্ত পুলিশ কমিশনার জয়পাল সিং রাঠোরও রমেশের গ্রেফতারির খবরে স্পষ্ট করে জানান, এই দাবি সম্পূর্ণ মিথ্যা। রমেশকে কোনও মামলাতেই গ্রেফতার করা হয়নি।