Representational Image ( Photo Credit: Pixabay)

বেলাগাভি, ২৪ জুন: শুক্রবার কর্নাটকের (Karnataka) বেলাগাভি (Belagavi) জেলার মুদালগি শহরে একটি নর্দমায় সাতটি ভ্রূণ (Foetuses) ভাসতে দেখা গিয়েছে। পুলিশ জানিয়েছে, ভ্রূণগুলি পাঁচটি বাক্সে ভরে নর্দমায় ফেলে দেওয়া হয়েছিল। পথচারীরা মুদালগি বাসস্ট্যান্ডের কাছে ড্রেনে বক্সগুলি ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। জেলা স্বাস্থ্য আধিকারিক মহেশ কনি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন যে এটা প্রাথমিকভাবে লিঙ্গ শনাক্তকরণ এবং ভ্রূণহত্যার ঘটনা বলে মনে হচ্ছে।

কনি আরও জানিয়েছে যে সমস্ত ভ্রূণের বয়সই পাঁচ মাস। গ্রাম পঞ্চায়েতের মাধ্যমে এই বিষয়ে স্থানীয় থানায় একটি মামলা দায়ের করা হবে। ভ্রুণগুলি স্থানীয় হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আরও পড়ুন: Sushant Singh Rajput Death: উদ্ধব ঠাকরের 'নারকো টেস্ট' করলেই সুশান্তের মৃত্যু রহস্যের পর্দা ফাঁস? বিজেপি নেতার কথায় শোরগোল

ভ্রূণগুলিকে পরীক্ষা করার জন্য বেলাগাভি ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরিতে নিয়ে যাওয়া হবে। বিষয়টি জেলা প্রশাসকের নজরে আনার পর তদন্তের জন্য একটি বিশেষ দলও গঠন করা হবে বলে জানান কনি।