বেঙ্গালুরু, ১১ জুলাই: কর্নাটকের রাজনীতিতে আজ বড় কিছু হতে চলেছে। বেশ কয়েকদিনের টানাপোড়েনের পর আজ পদত্যাগ করতে পারেন রাজ্যের মুখ্যমন্ত্রী কুমারস্বামী। একের পর এক বিধায়কের দল ছাড়ায় সংখ্যালঘু হয়ে পড়ে ১৩ মাসের কংগ্রেস-জেডিএস সরকারের পতন হতে চলেছে। সুপ্রিম কোর্ট আজ কংগ্রেস-জেডিএস ছেড়ে আসা বিধায়কদের সন্ধ্যা ৬টা-র মধ্যে কর্নাটক বিধানসভার স্পিকারের কাছে পদত্যাগ জমা দেওয়ার নির্দেশ দেয়।
সকাল ১১টার মন্ত্রিসভার বৈঠক ডাকা আর বিদ্রোহীদের নিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশের পর কুমারস্বামীর পদত্যাগের জল্পনা আরও বেড়েছে। বিধায়কদের পদত্যাগপত্র জমা দেওয়ার জন্য প্রয়োজনীয় নিরাপত্তারও ব্যবস্থা করার আস্বাস দিয়েছে শীর্ষ আদালত। আরও পড়ুন-দলিতকে বিয়ে করায় বিজেপি বিধায়ক বাবার খুনের হুমকি মেয়ে-জামাইকে
গত রবিবার, কর্নাটকের শাসক শিবিরের ১৩জন বিধায়কের পদত্যাগের পর রাজ্য রাজনীতিতে নয়া মোড় আসে। বিধায়কদের পদত্যাগ আইন মেনে হয়নি বলে দাবি জানায় কংগ্রেস-জেডিএস। রাজ্য় ছেড়ে ১৩জন বিদ্রোহী বিধায়ক মুম্বইয়ের হোটেলে কার্যত বন্দি ছিলেন। কংগ্রেসের কোনও নেতা যাতে তাদের সঙ্গে কথা বলতে না পারে তাই মুম্বইয়ে চলে এসেছিলেন সেই বিদ্রোহী ১৩জন বিধায়ক।
Supreme Court asks 10 rebel Congress-JDS MLAs of Karnataka "to meet the Karnataka Assembly Speaker at 6pm today and submit their resignations if they so wish." SC, says, "security would be provided to the MLAs." pic.twitter.com/RPXd1FPTz3
— ANI (@ANI) July 11, 2019
বুধবার বিক্ষুব্ধ বিধায়কদের বোঝাতে মুম্বই যান কংগ্রেস নেতা শিবকুমার। তবে, তাঁকে হোটেলেই ঢুকতে দেয়নি পুলিস। শীর্ষ আদালতের নির্দেশের পর তাঁরা এবার তাদের রাজ্যে ফিরে পদত্যাগপত্র জমা দেবেন। তারপরেই সরকারীভাবে কুমারস্বামীর সরকার ১০৩-এ নেমে গিয়ে সংখ্যালঘু হয়ে পড়বে।