PFI: দেশ জুড়ে তল্লাশি, সামাজিক সম্প্রীতি নষ্টের অভিযোগে কর্ণাটকে আটক ৮০ PFI সদস্য
NIA (Photo Credit: Twitter)

বেঙ্গালুরু, ২৭ সেপ্টেম্বর: দেশ জুড়ে পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়ার সদস্য এবং এই সংগঠনের সঙ্গে যুক্তদের ধরপাকড় শুরু করেছে NIAI এবার কর্ণাটক (Karnataka) পুলিশের জালে আটক PFI, SDPI-এর ৮০ সদস্যI গোয়ন্দা সূত্রে গোপণ খবর পেয়ে কর্ণাটকের একাধিক জায়গায় তল্লাশি শুরু করে সে রাজ্যের পুলিশI এপরই PFI, SDPI-এর ৮০ সদস্যকে আটক করা হয় বলে খবরI কর্ণাটকের পুলিশ আধিকারিক জানান, যাদের আটক করা হয়েছে, তাদের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছেI সামাজিক সম্প্রীতি নষ্ট করে মানুষের মধ্যে ভেদাভেদ তৈরির অভিযোগেই কর্ণাটক থেকে একের পর এক পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়ার সদস্যদের আটক করা হয় বলে জানান পুলিশ আধিকারিকI

এদিকে কর্ণাটকের পাশাপাশি মঙ্গলবার মহারাষ্ট্রের (Maharashtra) একাধিক জায়গায় তল্লাশি শুরু করে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এবং মহারাষ্ট্র পুলিশI ঔরঙ্গাবাদ, সোলাপুর, অমরাবতী, পুণে, থানে এবং মুম্বইয়ের একাধিক জায়গা থেকে ৩০ জন PFI সদস্যকে আটক করা হয়I  কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাএবং মহারাষ্ট্র পুলিশ একযোগে তল্লাশি চালিয়ে এ রাজ্যের একাধিক এলাকা থেকে পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়ার সঙ্গে যোগসূত্র রয়েছে, এমন ব্যক্তিদের আটক করা হয়I

আরও পড়ুন: PFI: মহারাষ্ট্রে NIA-এর জালে ৩০, দিল্লিতে পরপর PFI সদস্য আটকের পর জামিয়া নগরে জারি ১৪৪ ধারা

রিপোর্টে প্রকাশ, মহারাষ্ট্রের অমরাবতীর PFI প্রধানকে পুলিশ নিজেদের হেফাজতে নিয়েছেI তাঁর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির বেশ কয়েকটি ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে বলে খবরI