(Photo Credits: File Photo)

বেঙ্গালুরু, ৩ এপ্রিল: সরকারি হাসপাতালের (Hospital) প্রসূতি বিভাগ থেকে সদ্যোজাতর দেহ টেনে নিয়ে গেল কুকুর (Dog)। এমনই ভয়াবহ ঘটনার সাক্ষী এবার কর্ণাটকের (Karnataka) শিবমোগা। রিপোর্টে প্রকাশ, শিবমোগার একটি সরকারি হাসপাতালের প্রসূতি বিভাগে ঢুকে সদ্যোজাতকে কামড়ে দেয় কুকুর। এরপর ওই সদ্যোজাতর দেহ টেনেহিঁচড়ে প্রসূতি বিভাগের বাইরে বের করে নিয়ে যায় কুকুরটি।

কুকুর কীভাবে হাসপাতালে প্রবেশ করে প্রসূত বিভাগে ঢুকে পড়ে, তা নিয়ে প্রশ্নের মুখে পড়ে কর্তৃপক্ষ। সেই সঙ্গে হাসপাতালের নিরাপত্তার দায়িত্বে ছিলেন, তাঁদের বিরুদ্ধেও  করা হচ্ছে পদক্ষেপ। তবে জন্মের কতক্ষণ পর ওই সদ্যোজাতর মৃত্যু হয়, তা ময়নাতদন্তের পরই জানা যাবে বলে খবর হাসপাতাল সূত্রে।

সম্প্রতি  কুকুরের কামড়ে দিল্লি থেকে শুরু করে হায়দরাবাদ কিংবা গুজরাট, একের পর এক রাজ্যে শিশুদের মৃত্যুর খবর আসতে শুরু করে। যা নিয়ে প্রায় গোটা দেশ জুড়ে চাঞ্চল্য ছড়ায়। এসবের মাঝে এবার হাসপাতালের প্রসূতি বিভাগ থেকে সদ্যোজাতকে কামড়ে কুকুরের তাকে টেনে নিয়ে যাওয়ার ঘটনায় নতুন করে আতঙ্ক ছড়ায় দক্ষিণের এই রাজ্যে।