বেঙ্গালুরু, ৭ অক্টোবর: ফের উত্তেজনা ছড়াল কর্ণাটকে (Karnataka)। কর্ণাটকের বিদার শহরে মাহমুদ গাওয়ান মাদ্রাসায় হিন্দুত্ববাদী একটি সংগঠন পুজো করে বলে অভিযোগ। মাহমুদ গাওয়ান মাদ্রাসায় হিন্দুত্ববাদী সংগঠনের পুজোর পর বিষয়টি নিয়ে প্রতিবাদ করা হয় মুসলিমদের তরফে। বৃহস্পতিবার প্রথম দফায় প্রতিবাদ করেন মুসলিমরা। শুক্রবারের নামাজের পর ফের মুসিমদের তরফে ঘটনার প্রতিবাদ করা হয়। দুই ধর্মীয় সংগঠনের বিবাদ শুরু হলে পুলিশ ৪ জনকে গ্রেফতার করে। বেশ কয়েকটি অভিযোগের ভিত্তিতে পুলিশ প্রথমে ৯ জনকে আটক করে। ধৃত ৯ জনের মধ্যে থেকে পুলিশ পরে মুন্না, নরেশ, ইয়ালিঙ্গা এবং প্রকাশ নামের ৪ জনকে গ্রেফতার করে।
পরপর ৪জনকে গ্রেফতারের পর বিদার শহরে সতর্কতা জারি করে কর্ণাটক পুলিশ। বিশেষ করে মাহমুদ গাওয়ান মাদ্রাসা এনং মসজিদের আশপাশে জারি করা হয় কড়া সতর্কতা। এরপর মাহমুদ গাওয়ান মাদ্রাসার ঘটনার ছবি এবং ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়।
পুলিশ সূত্রে খবর, বুধবার দশেরার মিছিলের সময় একটি হিন্দুত্ববাদী সংগঠনের সদস্যরা মাহমুদ গাওয়ান মাদ্রাসায় প্রবেশ করেন। ঐতিহাসিক দাবি করে, ওই মাদ্রাসা এবং মসজিদে পুজো করা হয় বলে অভিযোগ। জয় শ্রীরাম এবং জয় হিন্দু রাষ্ট্র স্লোগান দিয়ে ওই মাদ্রাসা এবং মসজিদে সংশ্লিষ্ট হিন্দুত্ববাদী সংগঠনের সদস্যরা প্রবেশ করেন বলে অভিযোগ। ওই ঘটনার ভিডিয়ো ভাইরাল হলে মুসলিমরা প্রতিবাদ শুরু করেন। দায়ের করা হয় এফআইআরও। অভিযোগ দায়ের হলেও পুলিশ কোনও পদক্ষেপ করছে না বলে অবিযোগ করা হয়। এরপরই শুক্রবার নামাজের পর পুলিশ ৪ জনকে গ্রেফতার করে।