বেঙ্গালুরু, ২ ডিসেম্বর: মাত্র ২৬-এই সব শেষ। প্রশিক্ষণ শেষের পর প্রথম পোস্টিং ছিল কর্ণাটকের (Karnataka) হাসান। হাসানে যাওয়ার পথে ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় চলে গেল তরুণ আইপিএস অফিসার (IPS officer) হর্ষবর্ধনের জীবন। কর্ণাটকের হাসানে ভয়াবহ গাড়ি দুর্ঘটনার মুখে পড়েন হর্ষবর্ধন (Harsh Bardhan)। গাড়ি দুর্ঘটনার জেরে মৃত্যু হয় ওই আইপিএস অফিসারের। মধ্যপ্রদেশের ছেলে হর্ষবর্ধন কর্ণাটকে যাওয়ার পথে হঠাৎ করেই দুর্ঘটনার মুখে পড়েন এবং শেষ হয়ে যায় তাঁর জীবন।
সূত্রের খবর, রবিবার বিকেলে হর্ষবর্ধন যখন পুলিশের গাড়িতে করে কর্ণাটকের হাসান জেলায় যাচ্ছিলেন, সেই সময় হঠাৎ গাড়ির একটি চাকা ফেটে যায়। সশব্দে ওই চাকা ফাটলে, গাড়ির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এরপর গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা একটি বাড়িতে গিয়ে ধাক্কা দেয়। বাড়িটি যেমন ভেঙে পড়, তার ধাক্কায় আরও একটি গাছ হুড়মুড়িয়ে ভাঙতে শুরু করে। গাড়ি দুর্ঘটনার পরপরই গুরুতর আহত অবস্থায় হর্ষবর্ধনকে সেখান থেকে উদ্ধার করে নিকটবর্তী হাসপতালে নিয়ে যাওয়া হয়। তবে শেষরক্ষা হয়নি। হাসপাতালে ভর্তির পরপরই হর্ষবর্ধনের মৃত্যু হয় বলে খবর।
হর্ষবর্ধনের মৃত্যুর পর শোকের ছায়া নেমে আসে...
We lost our 2023 batch IPS Probationer Harsha Vardhan to a road accident this evening near Hassan. After finishing training at KPA he was proceeding to Hassan for District training
Young & precious life lost
“#Road safety needs due attention at all levels”
Deeply saddened pic.twitter.com/EaNyY1JySK
— alok kumar (@alokkumar6994) December 1, 2024
অন্যদিকে ওই গাড়িটি যে চালকের নিয়ন্ত্রণে ছিল, সেই মানজেগৌড়াও আহত হন। তবে তিনি প্রাণে বেঁচে যান। বর্তমানে হাসপাতালে মানজেগৌড়ার চিকিৎসা চলছে বলে খবর।
সোশ্যাল মিডিয়া কার্যত ভরে যেতে শুরু করে তরুণ আইপিএস অফিসারের মৃত্যুতে...
Deeply saddened by the tragic loss of the 2023 batch IPS probationary Officer Harsh Bardhan in a road accident near Hassan , Karnataka
A native of Dosar village in Madhya Pradesh’s Singrauli district, Harsh Bardhan had recently completed his four-week training at the… pic.twitter.com/ltQ37ehVs9
— Sonal Goel IAS (@sonalgoelias) December 1, 2024
সম্প্রতি কর্ণাটকের মাইসুরুতে অবস্থিত কর্ণাটক পুলিশ অ্যাকাডেমির প্রশিক্ষণ শেষ করেন হর্ষবর্ধন। কর্ণাটক পুলিশ অ্যাকাডেমিতে ৪ সপ্তাহের প্রশিক্ষণ শেষ করে সবে সবে হাসানে প্রথম পোস্টিংয়ের উদ্দেশে রওনা দিয়েছিলেন হর্ষবর্ধন। তবে হাসানের উদ্দেশে রওনা দিতেই জীবন শেষ হয়ে যায় চাকরিতে যোগ দেওয়া, ২০২৩ সালের ব্যাচের তরতাজা আইপিএস অফিসারের।