বেঙ্গালুরু, ২৩ সেপ্টেম্বর: ক্লাসের মধ্যে মহিলাকে দিয়ে ম্যাসাজ (Massage) করালেন প্রধান শিক্ষক। ঘটনা জানাজানি হতেই সেই প্রধান শিক্ষককে বরখাস্ত করা হয়েছে। কর্নাটকের ব্রুহাট বেঙ্গালুরু মহানগর পালিকার (Bruhat Bengaluru Mahanagara Palike) অধীন একটি হাইস্কুলে এই ঘটনা ঘটেছে। ম্যাসাজ করার ভিডিয়ো এবং ছবি সোশাল মিডিয়ায় ভাইরাল হয়। এরপর বুধবার সন্ধ্যায় লোকেশাপ্পা নামের ওই প্রধান শিক্ষককে বরখাস্ত করা হয়। অভিযুক্ত লোকেশাপ্পা মহানগর পালিকা পরিচালিত কোদনদারামপুরা উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে কাজ করতেন।
একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে। তাতে দেখা গিয়েছে, লোকেশাপ্পা এক মহিলাকে গিয়ে ম্যাসাজ করাচ্ছেন। ওই মহিলা তাঁর মেয়ের ভর্তির জন্য স্কুলে এসেছিলেন। লোকেশাপ্পা স্বীকার করেছেন যে তিনি ওই মহিলাকে দিয়ে ম্যাসাজ করিয়েছেন। কর্নাটকের সিভিল সার্ভিস রেগুলেশন অনুযায়ী সরকারি দায়িত্ব পালনে অবহেলা ও ব্যক্তিগত কাজে স্কুল ব্যবহারের জন্য লোকেশাপ্পাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। আরও পড়ুন: Coronavirus Cases In India: ১৮৭ দিনে সর্বনিম্ন অ্যাক্টিভ রোগী, দেশে ফের বাড়ল করোনা সংক্রমণ
সূত্রের খবর, ওই মহিলা একটি বিউটি পার্লার চালান। মেয়ের জন্য ভর্তির আবেদন নিয়ে তিনি লোকেশাপ্পার কাছে গিয়েছিলেন। মহিলার পেশার বিষয়ে জানতে পারার পর লোকেশাপ্পা তাঁকে ম্যাসাজ করে দিতে বলেন। চাপে পড়ে মহিলা সেটাই করতে রাজি হন। লোকেশাপ্পা এরপর অন্য সব শিক্ষককে বাইরে বের করে দিয়ে মহিলাকে দিয়ে ম্যাসাজ করান। সূত্রের আরও খবর, লোকেশাপ্পা এই ধরনের অনেক অনৈতিক কর্মকাণ্ডে, বিশেষ করে মহিলাদের সঙ্গে খারাপ আচরণে জড়িত বলে অভিযোগ রয়েছে। স্কুলের এক নিরাপত্তারক্ষীর মেয়ের সঙ্গেও তিনি দুর্ব্যবহার করেছিলেন বলে অভিযোগ।