প্রতীকী ছবি (Photo Credits: IANS)

বেঙ্গালুরু, ১৩ মে: কর্ণাটক বিধানসভা নির্বাচনে কার্যত ভরাডুবি হল বিজেপির। একক নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়া কংগ্রেসের অর্ধেক আসনেও জিততে পারল না গেরুয়া শিবির। নিজেদের বেশ কিছু নিশ্চিত জেতা আসনেও হারতে হল বিজেপিকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রেকর্ড সংখ্যক জনসভা, রোড শো করেও দক্ষিণের এই রাজ্যের দলের ভরাডুবি রুখতে পারলেন না। কর্ণাটকে বিজেপির ১১ জন মন্ত্রীর হার হল। তবে গেরুয়া শিবিরে সবচেয়ে হতাশার বিজেপির সর্বভারতীয় সচিব সিটি রবির হার। বিজেপি জিতলে কর্ণাটকে মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে ছিলেন রবি। চিকামাগালুর কেন্দ্র থেকে সি.টি রবি হারলেন কংগ্রেসের এইচডি থাম্মাইয়ার কাছে প্রায় ৮০০ ভোটের ব্যবধানে।

কর্ণাটকে বিজেপির স্বাস্থ্যমন্ত্রী, কৃষিমন্ত্রী থেকে পরিবহণ মন্ত্রী, পরিকাঠানো উন্নয়ন মন্ত্রী, শিল্পমন্ত্রীরা হারলেন। পরাস্ত হলেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী, বস্ত্রমন্ত্রী, আইন মন্ত্রীরা। কর্ণাটকের স্বাস্থ্যমন্ত্রী কে সুধাকর হারলেন বিজেপি গড়ে। রাজ্যের ক্রীড়ামন্ত্রী কেসি নারায়ণাগৌড়া হারলেন।

দেখুন টুইট

তবে কর্ণাটকে বিজেপির মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই শিগগাঁও কেন্দ্রে সহজ জয় পেলেন। বিজেপির বোম্বাই ৩৫ হাজার ৯৭৮ ভোটের ব্যবধানে হারালেন কংগ্রেস প্রার্থীকে।