Siddaramaiah, Covid Vaccine (Photo Credits: X)

বেঙ্গালুরু, ১ জুলাইঃ গত দু-দিন বছরে দেশজুড়ে আচমকা হৃদরোগ (Heart Attack) আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যার হার যে হারে বৃদ্ধি পেয়েছে তা নিয়ে বিভিন্ন মহল থেকে প্রশ্ন উঠছে। প্রায় সকলেই কাঠগড়ায় তুলেছেন কোভিড ভ্যাকসিনকে (Covid Vaccine)। করোনার টিকা নেওয়ার পর অনেক মানুষের হৃদযন্ত্রের সমস্যা দেখা দিয়েছে, নানা গবেষণায় সেই তথ্যও উঠে এসেছে। কমবয়সিদের মধ্যে দিনে দিনে বাড়ছে হৃদরোগ আক্রান্ত হওয়ার প্রবণতা। যা তীব্র দুশ্চিন্তার বটে। এবার এই বিষয়টি ভাবাচ্ছে কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়াকে (Siddaramaiah)। হাসান জেলায় মাত্র এক মাসে হৃদরোগে আক্রান্ত হয়ে ২০ জনেরও বেশি মানুষের মৃত্যুর হয়েছে। এই খবরে বেশ উদ্বিগ্ন হয়ে পড়েন তিনি। হঠাৎ হৃদরোগের এই বাড়বাড়ন্ত দেখে আতঙ্কিত রাজ্যবাসীও। তাই জরুরি পদক্ষেপ নিল রাজ্য সরকার।

হৃদরোগের বাড়বাড়ন্তের সঙ্গে কোভিড টিকার হাত?

মঙ্গলার, ১ জুলাই এক্স হ্যান্ডেলে সিদ্দারামাইয়া জানান, সরকার এই বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব সহকারে দেখছে। পাশাপাশি এই আকস্মিক মৃত্যুর কারণ অনুসন্ধানের জন্য একটি বিশেষ বিশেষজ্ঞ কমিটি গঠনের ঘোষণা করেছেন তিনি। মুখ্যমন্ত্রী লেখেন, 'এই ধারাবাহিক মৃত্যুর সঠিক কারণ চিহ্নিত করতে এবং সমাধান খুঁজে বের করার জন্য, জয়দেব ইনস্টিটিউট অফ কার্ডিওভাসকুলার সায়েন্সেস অ্যান্ড রিসার্চের পরিচালক ডঃ রবীন্দ্রনাথের নেতৃত্বে বিশেষজ্ঞদের একটি কমিটি গঠন করা হয়েছে এবং তাঁদের ১০ দিনের মধ্যে একটি গবেষণা প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে'।

সিদ্দারামাইয়া আরও বলেন, 'জনসাধারণের কাছে কোভিড ভ্যাকসিনের তাড়াহুড়ো অনুমোদন এবং বিতরণও এই মৃত্যুর কারণ হতে পারে। কারণ সম্প্রতি বিশ্বব্যাপী বেশ কয়েকটি গবেষণায় ইঙ্গিত দেওয়া হয়েছে যে, কোভিড ভ্যাকসিনগুলি হৃদরোগের ক্রমবর্ধমান সংখ্যার কারণ হতে পারে'। তবে তিনি জোর দিয়ে এও বলেন যে, রাজ্য কোনরকম সিদ্ধান্তে পৌঁছানোর আগে বিশেষজ্ঞ কমিটির কাছ থেকে বৈজ্ঞানিক প্রমাণের জন্য অপেক্ষা করছে।