Bengaluru Airport (Photo Credit: Wikipedia)

বেঙ্গালুরু, ২৯ সেপ্টেম্বর:  কাবেরী জল বণ্টন ইস্যু নিয়ে ফের কর্ণাটক এবং তামিলনাড়ুর বিবাদ তুঙ্গে উঠতে শুরু করেছে। কাবেরী জল বণ্টন ইস্যুতে দাক্ষিণাত্যের দুই রাজ্যে যখন বিবাদ তুঙ্গে, সেই সময় বেঙ্গালুরু বিমানবন্দরে বাতিল হল পরপর ৪৪টি বিমান। বেঙ্গালুরু বিমানবন্দরে পরপর ৪৪টি বিমান বাতিলের পর সেই খবর সঙ্গে সঙ্গে যাত্রীদের জানানো হয়। কাবেরী জল বণ্টন ইস্যুতে যেভাবে কর্ণাটক জুড়ে বনধ শুরু হয়েছে, তাতে বহু যাত্রী যাত্রা বাতিল করছেন। ফলে বিমানের টিকিটও বাতিল করা হচ্ছে। সেই কারণে কর্ণাটক বনধের জেরে বেঙ্গালুুরু বিমানবন্দর থেকে ৪৪টি উড়ান বাতিল করা হয়। এসবের পাশাপাশি বিক্ষোভকারীরা পতাকা নিয়ে কর্ণাটক বিমানবন্দরে প্রবেশ করেন। তার জেরে শুরু হয় বিক্ষোভ। যার জেরে ৫ জনকে আটক করা হয়েছে বলে খবর।

সম্প্রতি কাবেরী ওয়াটার ম্যানেজমেন্ট অথরিটির সিদ্ধান্তকে  কেন্দ্র করে কর্ণাটক এবং তামিলনাড়ুর মধ্যে বিবাদ মাথা চাড়া দিতে শুরু করে। তামিলনাড়ুকে ৫ হাজার কিউসেক জল ছাড়তে হবে কর্ণাটককে।  কাবেরী ওয়াটার ম্যানেজমেন্ট অথরিটির এই সিদ্ধান্ত ঘিরেই উত্তাল হয়ে উঠতে শুরু করে কর্ণাটক।