অঙ্কের নিয়মে পেরিয়েছে ২৬ বছর। কিন্তু সেদিনের স্মৃতি আজও দেশবাসীর মনে টাটকা। কার্গিলের দুর্গম অঞ্চলে শত্রু সৈন্যের সামনে দাঁড়িয়ে লড়াই করে যাঁরা দেশমাতৃকাকে রক্ষা করেছিলেন, আত্মবলিদান দিয়েছিলেন, আজ গোটা দেশ নতমস্তকে স্মরণ করছে তাঁদের।কার্গিল বিজয় দিবস ভারতের ইতিহাসে একটি ঐতিহাসিক দিন। প্রত্যেক বছর ২৬ জুলাই দিনটি 'কার্গিল বিজয়' দিবস পালন করা হয়।আজ শনিবার ,ভারতে কার্গিল যুদ্ধের বিজয়ের ২৬ তম বিজয় দিবস পালন করা হবে ।
১৯৯৯ সালে কার্গিল যুদ্ধে জীবন উৎসর্গ করা সেনাদের প্রতি সম্মানজ্ঞাপন করে শেয়ার করুন শুভেচ্ছা বার্তা-