শ্রীনগর, ২৬ জুলাই: কার্গিল বিজয় দিবসে (Kargil Vijay Diwas) শহিদদের প্রতি শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) । কার্গিল বিজয় দিবসের ২৫ বছর উপলক্ষ্যে দ্রাসের সেনা ছাউনিতে যান প্রধানমন্ত্রী। সেখানে বীর শহিদদের শ্রদ্ধা জানিয়ে জম্মু কাশ্মীরের (Jammu And Kashmir) উজ্জ্বল ভবিষ্যতের কথা বলেন মোদী। প্রধানমন্ত্রী বলেন, লাদাখ (Ladakh) হোক বা জম্মু-কাশ্মীর, ভারত উন্নয়নের পথে আসা প্রত্যেক চ্যালেঞ্জকে পরাজিত করবে। এ বছর জম্মু-কাশ্মীর থেকে ৩৭০ ধারা বাতিলের ৫ বছর পূর্ণ হবে। আগামী ৫ অগাস্ট জম্মু কাশ্মীরে ৩৭০ ধারা বাতিলের ৫ বছর পূর্ণ হবে বলে জানান প্রধানমন্ত্রী। ফলে জম্মু-কাশ্মীর বড় স্বপ্ন দেখছে। উন্নয়নের কথা বলছে। এমন মন্তব্যও করতে শোনা যায় প্রধানমন্ত্রীকে।
কার্গিল বিজয় দিবসে উপত্যকায় হাজির হয়ে প্রধানমন্ত্রী আরও বলেন, উন্নয়নের পাশাপাশি লাদাখ এবং জম্মু -কাশ্মীরে পর্যটনও দ্রুতগতিতে বৃদ্ধি পাচ্ছে। এসবের পাশাপাশি বিগত কয়েক দশক পর কাশ্মীরে একটি সিনেমা হল খুলেছে। সেই সঙ্গে সাড়ে তিন দশক পর প্রথম শ্রীনগরে (Srinagar) তাজিয়া মিছিল বের হয়। জম্মু কাশ্মীর ক্রমাগত শান্তি এবং সুস্থিতির পথে এগোচ্ছে বলেও মন্তব্য করতে শোনা যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে।